ছবি : সংগৃহীত
হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচেই দাপুটে জয়ে সেই সম্ভাবনা আরও জাগিয়েছিলেন আজিজুল হাকিম তামিমরা। সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছিলেন তারা। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতায় লড়াইয়ের পুঁজিই তুলতে পারেননি তারা।
সহজ জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আগামী ২১ ডিসেম্বর দুবাইতে শিরোপা জয়ের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা।
দুবাইয়ের আইসিসি একামেডিতে বৃষ্টিতে ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২৬.৩ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায়। জবাবে ১৬.৩ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। পাকিস্তান ওপেনার সামির মিনহাজ একাই ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।
বাংলাদেশের ব্যাটিংয়ের ছন্দপতন শুরু হয় পঞ্চম ওভারে। ২৪ রান তুলতেই ফেরেন দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার। দলীয় ৫৫ রানে অধিনায়ক তামিমও ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর মিডল অর্ডারে ভেঙে পড়ে ব্যাটিং স্তম্ভ্। একের পর এক ব্যাটার আসা-যাওয়ার মধ্যেই ছিলেন।
শেষ দিকে সামিউর বশিরের ৩৩ রানের ইনিংসে একশ পার হয়। কিন্তু লড়াইয়ের জন্য সেটা যে যথেষ্ট ছিল না, তা পাকিস্তানের ব্যাটিংয়েই টের পাওয়া গেল। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ৮ উইকেটে জিতেছে ভারতও।



