Logo
Logo
×

খেলা

ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে প্রায় সাড়ে চারশ রান করা ভারতকে আজ ২৪০ রানে গুঁড়িয়ে দেয় পাকিস্তান। জিততে হলে পাকিস্তান যুবাদের করতে হতো ২৪১ রান। ৩০০ বলে এই মাঝারি স্কোর তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারে পাকিস্তান। 

দীপেশ দেবেন্দ্রনের গতি আর কানিশ চোহানের স্পিনে বিভ্রান্ত হয়ে ৪১.২ ওভারে ১৫০ রানেই অলআউট হয় পাকিস্তান। ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত।

রোববার দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি মাঠে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগের ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলা সূর্যবংশী আজ মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন।

অধিনায়ক আয়ুশ মহাত্রে ২৫ বলে ৩৮ রানের ক্যামিও উপহার দিয়ে আউট হন। ভিহান মালহোত্রা (১২) আর ভেদান্ত ত্রিবেদি (৭) অল্প রানেই সাজঘরে ফেরেন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অ্যারন জর্জ ৮৮ বলে ১২ বাউন্ডারি আর ১ ছক্কায় ৮৫ রান করে ফেরেন।

১৭৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে যান কানিশক চৌহান। তিনি ৪৬ বলে দুই চার আর তিন ছক্কায় ৪৬ রান করেন। তার কল্যাণে ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয় ভারত।

পাকিস্তানের মোহাম্মদ সায়েম আর আবদুস সোবহান ৩টি করে উইকেট শিকার করেন। ২টি উইকেট নেন নিকাব শফিক।

টার্গেট তাড়া করতে নেমে দীপেশের গতির মুখে পড়ে ১২.৫ ওভারে স্কোর বোর্ডে ৩০ রান জমা করতেই পাকিস্তান হারায় প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট। এই তিন উইকেট একাই শিকার করেন দীপেশ। এরপর আর কোনো রান স্কোর বোর্ডে যোগ হওয়ার আগে চোহানের শিকার হয়ে ফেরেন ওপেনার উসমান খান।

শুরুর এই ধাক্কা এরপর আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। মিডলঅর্ডার ব্যাটসম্যান হুজায়ফা আহসান দলের হয়ে একা লড়াই করেন। তিনি দলীয় সর্বোচ্চ ৭০ রান করলেও বাকি ব্যাটসম্যানরা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় হার এড়ানো সম্ভব হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন