Logo
Logo
×

খেলা

মাঠে নামছে ভারত-পাকিস্তান

Icon

অনলাইনে ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এএম

মাঠে নামছে ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রোববার (১৪ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে এই দুই দল।

যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়ে অভিযান শুরু করে ভারত অনূর্ধ্ব-১৯ দল। বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ভারত ৪৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে আরব আমিরাতের ইনিংস থামে মাত্র ১৯৯ রানে।

অন্যদিকে, পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলও টুর্নামেন্ট শুরু করে দাপুটে জয়ে। মালয়েশিয়াকে ২৯৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে তারা। মিনহাজের অপরাজিত ১৭৭ আর হুসেইনের ১৩২ রানে ভর করে পাকিস্তান ৩৪৫ রানের সংগ্রহ দাঁড় করায়। বিশাল রান তাড়ায় নেমে মালয়েশিয়া মাত্র ৪৮ রানে গুটিয়ে যায়।

গ্রুপের শীর্ষে ওঠার লড়াইয়ে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেট সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা ও আগ্রহ দেখা দিয়েছে। সকাল ১১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন