ছবি : সংগৃহীত
যুব বিশ্বকাপ হকিতে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের মাদুরাইতে স্থান নির্ধারণী ম্যাচে শনিবার (০৬ ডিসেম্বর) আমিরুল ইসলামের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে পরাজিত করেছে বাংলাদেশের যুবারা। এ নিয়ে আসরে চতুর্থ হ্যাটট্রিক করলেন আমিরুল।
দক্ষিণ কোরিয়া বিশ্ব হকিতে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাদের বয়সভিত্তিক দলও শক্তিশালী। সেই বিবেচনায় বাংলাদেশের হকির ইতিহাসে এই জয় অনেক বড় অর্জন।
যদিও ম্যাচে লিড নিয়েছিল দক্ষিণ কোরিয়া। ১০ ও ২০ মিনিটে পরপর দুই গোলে এগিয়ে যায় তারা। দুটিই করেছেন লি মিনহিয়োক। প্রথমটি ফিল্ড গোল হলে পরেরটি এসেছে পেনাল্টি কর্নার থেকে। এরপর বাংলাদেশ আমিরুলের হ্যাটট্রিকে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে। ২১,২৪ ও ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তিন গোল করেছেন আমিরুল।
৫২ মিনিটে ওবায়দুল জয় বাংলাদেশের ব্যবধান বাড়ান। পরের মিনিটে লি মিনহিয়োক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ৬০ মিনিটে রাকিবুল হাসানের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছিল। ওই ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। কোরিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক পেয়েছেন আমিরুল। পরের ম্যাচে বর্তমান রানার্স-আপ ফ্রান্সের কাছে ৩-২ গোলে পরাজিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর ওমানের জালে দিয়েছে ১৩ গোল, যে ম্যাচে আমিরুল হ্যাটট্রিকসহ পাঁচ গোল দিয়েছেন।
সোমবার (০৮ ডিসেম্বর) ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ অস্ট্রিয়ার মুখোমুখি হবে।



