মেসির জাদুতে ইতিহাস গড়ে এমএলএসে চ্যাম্পিয়ন মায়ামি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ এএম
লিওনেল মেসি যেন ফুটবলের এক শান্ত ঝড়। তাঁর ছোঁয়ায় বদলে যায় ক্লাবের ভাগ্যপথ। এবার সেই মায়াবী ছোঁয়া ইন্টার মায়ামিকে পৌঁছে দিল মেজর লিগ সকারের ইতিহাসের এক নতুন দরজায়। পিএসজি ছাড়ার পর ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়া মেসি তৃতীয় মৌসুমেই ক্লাবকে এনে দিলেন তাদের প্রথম এমএলএস কাপ।
চেজে স্টেডিয়ামে হ্যাভিয়ের মাশচেরানোর দল ফাইনালে ভ্যাঙ্কুভারকে ৩-১ গোলে হারিয়ে লিখেছে নতুন অধ্যায়। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর প্রতি মৌসুমেই লিগ টেবিলের তলানিতে থাকা মায়ামি মেসির আগমনের পর বদলে গেছে নাটকীয়ভাবে। তাঁর যুগে তিন মৌসুমে তিনটি শিরোপা। ২০২৩ সালে লিগস কাপ, এরপর সাপোর্টারস শিল্ড এবং এবার সবচেয়ে কাঙ্ক্ষিত এমএলএস কাপ।
এ জয়ের মধ্য দিয়ে মেসি পেলেন তার ক্যারিয়ারের ৪৭তম ট্রফি, যার মধ্যে ৪৪টি সিনিয়র পর্যায়ে। মৌসুমজুড়ে ছিলেন দুরন্ত ছন্দে। ফাইনালে গোল না পেলেও সতীর্থদের দুটি গোলে গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন। গোল-অ্যাসিস্ট মিলিয়ে প্লে অফে রেকর্ড ১৫ গোলে অবদান রেখে উঠেছেন এমএলএস কাপের সেরা খেলোয়াড়।
ম্যাচের অষ্টম মিনিটে ভ্যাঙ্কুভারের ডিফেন্ডার ওকাম্পোর আত্মঘাতী গোল মায়ামিকে এগিয়ে দেয়। বিরতির পর ৬০ মিনিটে আলী আহমেদ সমতায় ফেরান। কিন্তু দীর্ঘক্ষণ টেকেনি সেই রঙ। ৭১ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে রদ্রিগো ডি পল গোল করেন। যোগ করা সময়ে তাদেও আলেন্দেকে দিয়ে আরেকটি গোল করিয়ে শিরোপা নিশ্চিত করেন মেসি।
ইন্টার মায়ামির শোকেসে নতুন স্বপ্ন এখন চকচক করছে। আর তার পেছনে দাঁড়িয়ে সেই পরিচিত নাম—লিওনেল মেসি।



