Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ ২০২৬ ড্র– কখন, কীভাবে, কোথায় দেখবেন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম

বিশ্বকাপ ২০২৬ ড্র– কখন, কীভাবে, কোথায় দেখবেন

ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র আগামীকাল শুক্রবার। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে ২০২৬ এর বিশ্বআসর, কারণ এবার ৩২ দলের বদলে অংশ নেবে ৪৮ দল। এর মধ্যে বেশির ভাগ দলই ইতিমধ্যে কোয়ালিফাই করেছে। বাকি আছে ছয়টি প্লে-অফ ম্যাচের বিজয়ী।

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলছে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন এবং ফাইনাল হবে ১৯ জুলাই।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার, ৫ ডিসেম্বর। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ড্র পরিচালনা করবেন। ড্র শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। ম্যাচ সূচি ঘোষণা করা হবে পরদিন শনিবার সন্ধ্যা ১১টায়।

৪২টি নিশ্চিত দল এবং ছয়টি প্লে-অফের সম্ভাব্য বিজয়ীকে নিয়ে ফিফা র‌্যাংকিং অনুযায়ী তৈরি হয়েছে চারটি পট। প্রতিটি পটে আছে ১২টি দল।

স্পেন ও আর্জেন্টিনা থাকবে ড্রয়ের দুই ভিন্ন অর্ধে। একইভাবে ফ্রান্স ও ইংল্যান্ডও থাকবে আলাদা অর্ধে। তারা গ্রুপের প্রথম হলে সেমিফাইনাল ছাড়া আর কোথাও মুখোমুখি হতে পারবে না।

কোন দল কোন পটে?

পট ১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, চারটি ইউরোপিয়ান প্লে-অফ দল, দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ দল।

প্লে-অফ কারা খেলছে

ইউরোপ অঞ্চলে ওয়েলসবসনিয়া বিজয়ী খেলবে ইতালিনর্দার্ন আয়ারল্যান্ড বিজয়ীর সঙ্গে। ইউক্রেনসুইডেন ম্যাচের বিজয়ী খেলবে পোল্যান্ডআলবেনিয়া ম্যাচের বিজয়ীর সঙ্গে। স্লোভাকিয়াকসোভো বিজয়ী খেলবে তুরকিয়ে বা রোমানিয়ার সঙ্গে। চেক প্রজাতন্ত্রআয়ারল্যান্ডের বিজয়ী খেলবে ডেনমার্ক বা নর্থ মেসিডোনিয়ার সঙ্গে।

আন্তঃমহাদেশীয় প্লে-অফে নিউ ক্যালেডোনিয়া খেলবে জামাইকার সঙ্গে। বলিভিয়াসুরিনাম বিজয়ী খেলবে ইরাকের সঙ্গে।

কিভাবে দেখবেন

ড্র লাইভ দেখা যাবে ফিফার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ট্রান্সফারমার্কটের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে পাওয়া যাবে সব আপডেট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন