Logo
Logo
×

খেলা

ভারতকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

ভারতকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

গৌহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০৮ রানের বড় ব্যবধানে হারল ভারত। বুধবার (২৬ নভেম্বর) পঞ্চম ও শেষ দিনে প্রোটিয়া বোলারদের অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র ১৪০ রানে অলআউট হয় স্বাগতিকরা। এই জয়ের মধ্য দিয়ে দুই টেস্টের সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারাল সফরকারীরা। একই সঙ্গে ভারতের মাটিতে ২৫ বছর পর টেস্ট সিরিজও জিতল তারা।

দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়ার দিনে বিশ্বরেকর্ড গড়েছেন এইডেন মার্করাম। ভারতের পতন হওয়া সবগুলো উইকেটের মধ্যে ৯টি উইকেটেই আছে মার্করামের অবদান।

ভারতের দুই ইনিংস মিলিয়ে মার্করাম ৯টি ক্যাচ নিয়েছেন। টেস্টে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার এটি বিশ্ব রেকর্ড। এর আগে, এই রেকর্ডটি দখলে ছিল ভারতের আজিঙ্কা রাহানের। ২০১৫ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একাই ৮টি ক্যাচ নিয়েছিলেন তিনি।

এর আগে, ২৮৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ২৬০ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের সামনে দাঁড়ায় ৫৪৯ রানের বিশাল লক্ষ্য।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে সাইমন হারমার আর কেশভ মাহারাজদের তোপের মুখে পড়ে ভারতের ব্যাটাররা। জাদেজার ব্যাট থেকে ৫৪ রানের ইনিংস না আসলে ১০০’র আগেই অলআউট হওয়া লাগতো স্বাগতিকদের। সাইমন হারমার একাই নেন ৬ উইকেট। কেশভ মাহারাজ ২টি, সেনুরান মুথুসামি ও মার্কো ইয়ানসেন নেন ১টি করে উইকেট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন