Logo
Logo
×

খেলা

টানা দুই জয়ে সেমির দ্বারপ্রান্তে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪১ এএম

টানা দুই জয়ে সেমির দ্বারপ্রান্তে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্সে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আকবর আলীর দল। টানা দুই জয়ে সেমিফাইনালের পথ আরও স্পষ্ট হয়ে গেছে যুবারা দলের সামনে। এর আগের ম্যাচেও হংকংকে একই ব্যবধানে হারিয়েছিল তারা।

দুটি ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ। শতভাগ জয়ে এগিয়ে থাকা দলের পেছনে ২ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এখনও জয়ের মুখ দেখেনি হংকং; টেবিলের তলানিতেই আছে দলটি। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে। দুই গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে।

দোহায় টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে আফগানিস্তান ‘এ’ দল। দলীয় ১৬ রানেই তারা হারায় প্রথম তিন ব্যাটারকে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগানরা। রাকিবুল হাসান ও রিপন মণ্ডলের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৮.৪ ওভারে ৭৮ রানে গুটিয়ে যায় দলটি। সর্বোচ্চ ২৭ রান আসে দারউইস রাসুলির ব্যাট থেকে। ইজাজ আহমদ ও কাইস আহমেদ যোগ করেন ১২ করে রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে মারকুটে ছিলেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান—৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার ৩ উইকেট। সমান ৩ উইকেট নিয়ে রিপন মণ্ডল খরচ করেন ১০ রান।

লক্ষ্য ছিল মাত্র ৭৯ রান। তাই জয়ের পথে কোনো চাপই ছিল না বাংলাদেশের। ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম দুজনেই করেন ১০ করে রান। এরপর জাওয়াদ আবরার (২৪*) ও মাহিদুল ইসলাম অঙ্কন (২৭*) দলকে ১৩.৩ ওভারে পৌঁছে দেন সহজ জয়ের বন্দরে।

দলের ধারাবাহিক পারফরম্যান্সে এখন সেমিফাইনাল নিশ্চিত করা কেবল সময়ের অপেক্ষা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন