সেনেগালকে হারিয়ে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয় পেল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
আর্জেন্টিনার পর প্রতিবেশী ব্রাজিলও আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে একই ব্যবধানে জয় তুলে নিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২–০ ব্যবধানে হারাল সেনেগালকে। এই প্রথমবার আফ্রিকান দেশটির বিপক্ষে জয়ের স্বাদ পেল সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা ব্রাজিল ১৪টি শটের মধ্যে ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিপরীতে দুই বছর আগে লিসবনে পিছিয়ে থেকেও ৪–২ গোলে জেতা সেনেগাল ১১টি শট নিলেও মাত্র একটি ছিল লক্ষ্যে।
২০১৯ সালে প্রথম দেখায় ড্র করার পর ২০২৩ সালের জুনে সেনেগালের বিপক্ষে হেরেছিল ব্রাজিল। এবার কার্লো আনচেলত্তির দল সেই হারনের প্রতিশোধ নিয়েছে। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ পাঁচ দেখায় এটি ব্রাজিলের প্রথম জয়। এর আগে মরক্কো ও ক্যামেরুনের কাছেও হেরেছিল তারা।
ম্যাচের চতুর্থ মিনিটেই ম্যাথিউস কুনহার শট পোস্টে লেগে ফিরে আসে। ১৭ মিনিটে তার আরেকটি হেড আঘাত করে ক্রসবারে। ভিনিসিয়ুসের দূরপাল্লার শটও ফিরিয়ে দেন সেনেগালি গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি।
অবশেষে ২৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কাসেমিরোর থ্রু বল প্রতিপক্ষের পায়ে লেগে ডি-বক্সে পৌঁছালে তৎপরতায় এগিয়ে এসে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন ১৮ বছর বয়সী এস্তেভাও।
এর মাত্র সাত মিনিট পর ব্যবধান বাড়ায় ব্রাজিল। রদ্রিগোর নিখুঁত ফ্রি কিক থেকে রক্ষণভাগের নজর এড়িয়ে বল দখলে নেন কাসেমিরো, পরে ঠাণ্ডা মাথায় মেন্দিকে পরাস্ত করেন অভিজ্ঞ মিডফিল্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বের পর গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল—দক্ষিণ কোরিয়াকে ৫–০ গোলে হারালেও জাপানের কাছে ৩–২ গোলে হারে। আনচেলত্তি কোচ হিসেবে এ নিয়ে সাত ম্যাচে চতুর্থ জয় পেলেন।
আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।



