ছবি : সংগৃহীত
সিলেটে সিরিজের প্রথম টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮৬ রান করা আইরিশরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৫৪ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে ৮ উইকেটে ৫৮৭ রান।
শেষদিকে আইরিশ লোয়ার অর্ডার কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ৮৫ রানে ৫ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ২৫৪ রান করতে সক্ষম হয়। ম্যাকব্রাইন করেন ফিফটি, বলবার্নি ৩৮, নিল ৩৬ এবং ম্যাকার্থি করেন ২৫ রান।
বাংলাদেশের দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম মিলে নেন ৭ উইকেট। মুরাদ একাই শিকার করেন ৪ উইকেট, তাইজুল নেন ৩টি। এছাড়া নাহিদ রানা নেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল হাসান।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৩০১ রানের। জবাবে আয়ারল্যান্ড তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৮৬ রান করে চাপে পড়ে। দ্বিতীয় ইনিংসে শুরুতেই নাহিদ রানা ফেরান চাদ কারমাইকেলকে। আত্মবিশ্বাসী ব্যাটিং করা পল স্টার্লিং ৪৩ রানে রান আউট হন। এরপর হ্যারি টেক্টরকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম।
হাসান মুরাদের বলে ক্যাম্ফার এক্সট্রা কভারে সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচে আউট হন। একই স্পিনারের দ্বিতীয় শিকার হন লরকান টাকার (৯)। আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউতে বদলে যায় এবং দেখা যায় বল লেগ স্টাম্পে আঘাত করতো। ফলে আউট ঘোষণা করা হয়।
তৃতীয় দিন শেষে ৮৫ রানে ৫ উইকেট হারানো আয়ারল্যান্ড শেষ পর্যন্ত লড়াই করলেও ইনিংস পরাজয় এড়াতে পারেনি।



