ফাইনালে হোঁচট, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রুপা পেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে সোনা জয়ের আশা জাগিয়েছিলেন বন্যা আক্তার ও হিমু বাছাড়। কিন্তু ফাইনালে এসে রং হারালেন বাংলাদেশের এই কম্পাউন্ড মিশ্র দলীয় জুটি। ভারতের দীপশিখা ও অভিষেক ভার্মার কাছে ১৫৩-১৫১ স্কোরে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথম সেটেই তালগোল পাকান বন্যা-হিমু। ভারতের জুটির প্রথম চার শটে ৩৯ স্কোরের বিপরীতে তারা করতে পারেন মাত্র ৩৫। পরের দুই সেটে ঘুরে দাঁড়ালেও (৩৯-৩৮, ৩৯-৩৮) শেষ সেটে ৩৮-৩৮ ড্র হওয়ায় সোনা জয়ের স্বপ্ন শেষ হয় বাংলাদেশের।
এই ইভেন্টে কাজাখস্তানকে ১৫৬-১৫৫ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।
এখন পর্যন্ত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ঝুলিতে এটিই প্রথম পদক। তবে কম্পাউন্ড নারী একক ইভেন্টে এখনো সোনার আশা বেঁচে আছে—দুপুরে সেমিফাইনালে ভারতের প্রীতিকা প্রদীপের মুখোমুখি হবেন কুলসুম আক্তার মনি।



