Logo
Logo
×

খেলা

বাংলাদেশের জার্সি গায়ে খেলতে পারাই জীবনের গর্ব: হামজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

বাংলাদেশের জার্সি গায়ে খেলতে পারাই জীবনের গর্ব: হামজা

এক বছর আগেও বিষয়টি ছিল কল্পনার—হামজা চৌধুরী এখন বাংলাদেশের জার্সিধারী। সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় গত ডিসেম্বরে। এরপর থেকেই ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। দেশের মাটিতে ফিরলেই ভক্তদের ভালোবাসায় ভেসে যান তিনি, যা এখনো তাঁর কাছে অবাস্তব মনে হয়।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গতকাল ঢাকায় আসেন হামজা। এখনো জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি। আজ সকালে টেলিকম কোম্পানি রবি তাঁকে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করে। অনুষ্ঠানে সমর্থকদের ভালোবাসা প্রসঙ্গে আবেগঘন কণ্ঠে হামজা বলেন, সত্যি বলতে এখনো পরাবাস্তব মনে হয়। আমি শুধু চাই এই দেশের অংশ হয়ে যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে। বিশেষ করে আমার বাবা-মায়ের মুখে হাসি দেখাটাই আমার আসল প্রাপ্তি। আমার বাবা এই দেশেই জন্মেছেন ও বড় হয়েছেন। প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে, আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারছি।

এবার একাই এসেছেন হামজা, তবে পরিবারকে খুব শিগগিরই ফেরাতে চান, আমি যে ভালোবাসা পাই, সেটা হৃদয়ে ধারণ করি। চেষ্টা করি সেই ভালোবাসা সবার সঙ্গে ভাগাভাগি করতে। আমার বাচ্চারাও বাংলাদেশকে মিস করে। যখনই আমি এখান থেকে যাই, তারা বলে, ‘আমরা আবার বাংলাদেশে ফিরতে চাই।’ ইনশা আল্লাহ, তারা মার্চে ফিরে আসবে।

আগামী ১৩ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৮ নভেম্বর লড়বে ভারতের বিপক্ষে। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষেই বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন