Logo
Logo
×

খেলা

আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে জানেন?

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে জানেন?

ছবি : সংগৃহীত

১৩ ডিসেম্বর ভারত সফরে আসার কথা রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির। তাকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।

যুবভারতীয় ক্রীড়াঙ্গনে হতে চলেছে অনুষ্ঠান। এরপর ১৪ তারিখ মুম্বাই ও ১৫ তারিখ দিল্লিতে যাবেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

ভারত সফরে GOAT কাপ ও কনসার্টে অংশ নেবেন মেসি। তাকে দেখার জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে মেসির সঙ্গে সেলফি তোলা এবং হ্যান্ডশেক করার ব্যবস্থা করেছেন আয়োজকরা।

১৪ বছর পর মেসি ভারতে আসছেন। শেষবার তিনি এসেছিলেন ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে। কলকাতায় একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন। এবার মেসি একা আসছেন। তাই এবার মেসিকে ভক্তদের আরও কাছে পৌঁছে দিতে চেষ্টার কোনও কমতি রাখছেন আয়োজকরা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মেসিকে দেখার জন্য মিট অ্যান্ড গ্রিট সেশন রাখা হয়েছে। এ জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ। এটা আপাতত ইনভাইট অনলি, অর্থাৎ, আমন্ত্রণ না থাকলে করা যাবে না।

এই প্যাকেজের দাম মাথাপিছু ৯.৯৫ লাখ টাকা + GSTএক্ষেত্রে একজন ফ্যান মেসির সঙ্গে কথা বলতে পারবেন। তুলতে পারবেন ছবি এবং একটি অটোগ্রাফ জার্সি পাবেন। সঙ্গে রয়েছে লাঞ্চ এবং ইভেন্টে আসা সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ।

ফাদার এ্যান্ড সন এক্সপিরিয়েন্স

এক্ষেত্রে কোনও ব্যক্তি তার এক সন্তানকে নিয়ে দেখা করতে পারবেন মেসির সঙ্গে। খরচ হবে ১২.৫০ লাখ টাকা +GSTএক্ষেত্রেও মেসির সঙ্গে কথা বলা, ছবি তোলা এবং দুইজনকেই মেসি সই করা জার্সি দেবেন। সঙ্গে লাঞ্চ এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ রয়েছে।

কোনও পরিবার চাইলে দেখা করতে পারবেন মেসির সঙ্গে। পরিবারের চারজন সদস্যের জন্য খরচ হবে ২৫ লাখ টাকা। এক্ষেত্রেও GST আলাদা। সঙ্গে মেসির সঙ্গে কথা, ছবি, চারটে অটোগ্রাফ জার্সি, খাবার এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ।

কর্পোরেট প্যাকেজ

কোনও কর্পোরেট সংস্থা চাইলে মেসির সঙ্গে সংস্থার প্রচার করাতে পারবেসঙ্গে সংস্থার ১০ জন সাক্ষাকরতে পারবেনখরচ হবে ৯৫ লাখ টাকাসংস্থা মেসির সঙ্গে তাদের ব্র্যান্ডের প্রচার করতে পারবেমেসিকে মেমেন্টো দিতে পারবেবাকি প্যাকেজের মতো এখানেও জার্সি, লাঞ্চছবি আছে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন