Logo
Logo
×

খেলা

রেকর্ড গড়ে প্রথমবার ওয়ানডেতে বিশ্বসেরা ব্যাটার রোহিত

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম

রেকর্ড গড়ে প্রথমবার ওয়ানডেতে বিশ্বসেরা ব্যাটার রোহিত

ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ফর্মে ছিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের পর তৃতীয় ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠলেন রোহিত। ৩৮ বছর ১৮২ দিন বয়সে রোহিত এই কৃতিত্ব অর্জন করেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তিন ম্যাচে মোট ২০২ রান করেছেন রোহিত। শেষ ম্যাচে শুধু শতরানই করেননি, বিশ্ব ক্রিকেটে ধারাবাহিক ব্যাটার হিসাবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কারও আদায় করে নিয়েছেন।

আইসিসি র‍্যাংকিংয়ে শচিন টেন্ডুলকারই একমাত্র ব্যাটার যিনি ৩৮ এর পর বিশ্বসেরা ব্যাটার হয়েছিলেন। ২০১১ সালে টেস্টে তিনি এই কীর্তি গড়ে দেখিয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত ৪০ রেটিং পয়েন্ট পেয়েছেন। তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং ৮৮২, যা তিনি অর্জন করেছিলেন ২০১৯ বিশ্বকাপের পর।

৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন রোহিত। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (৭৬৪)। গিল নেমে গেছেন তিনে। বিরাট কোহলি রয়েছেন ৬ নম্বরে। শ্রেয়াস আইয়ার শেষ ম্যাচে ব্যাট করতে পারেননি। তবে তিনি ৯ নম্বরে উঠে এসেছেন।

অস্ট্রেলিয়া সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে রোহিত বলেছিলেন, 'খেলা শুরু করার পর থেকে কখনও কোনো সিরি‌জের প্রস্তুতির জন্য চার-পাঁচ মাস সময় পাইনি। এবার সেটা পেয়ে পুরোপুরি সদ্ব্যবহার করতে চেয়েছিলাম। নিজের মতো করে প্রস্তুতি নিতে চেয়েছিলাম। পুরোপুরি নিজের ইচ্ছা অনুযায়ী। সেটা খুব ভালোই কাজে লেগেছে।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন