Logo
Logo
×

খেলা

মেসির উড়ন্ত হেডে জোড়া গোলে মায়ামির দুর্দান্ত জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম

মেসির উড়ন্ত হেডে জোড়া গোলে মায়ামির দুর্দান্ত জয়

পেশাদার ফুটবল ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি। তবে হেডে করা গোল তার তুলনামূলক কম। অথচ একসময় প্রিয় গোল হিসেবে বেছে নিয়েছিলেন বার্সেলোনার হয়ে করা একটি হেড। সেই দৃশ্য যেন আবার ফিরল যুক্তরাষ্ট্রে—ইন্টার মায়ামির জার্সিতে উড়ন্ত হেডে গোল করলেন এই আর্জেন্টাইন তারকা। শুধু তাই নয়, করলেন জোড়া গোলও। তার নৈপুণ্যে ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে এমএলএস প্লে-অফে বেস্ট অব থ্রির প্রথম ম্যাচে জয়ের সূচনা করেছে মায়ামি।

মাত্র একদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের নতুন চুক্তি করেছেন মেসি। এর আগেই এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে নিশ্চিত করেছেন গোল্ডেন বুট। আজকের ম্যাচের আগে লিগ কমিশনার ডন গারবার তার হাতে পুরস্কারটি তুলে দেন। এরপর মাঠে নেমেই সেই স্বরূপে মেসি—প্রথমে উড়ন্ত হেডে গোল, তারপর যোগ করা সময়ে সহজ এক ফিনিশে জোড়া গোল পূর্ণ করেন।

চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল মায়ামির। ১৯ মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে বক্সের মাঝামাঝি দাঁড়িয়ে শূন্যে ভেসে হেডে গোল করেন মেসি। প্রথমার্ধে ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল মায়ামি।

৬২ মিনিটে ইয়ান ফ্রের ক্রসে তাদেও আলেন্দে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে গোলরক্ষকের ভুলে ফসকে যাওয়া বলটি জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। কিছুক্ষণ পর ন্যাশভিলের হয়ে হানি মুখতার ব্যবধান কমালেও জয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি।

পুরো ম্যাচে মায়ামি বল দখলে রেখেছিল ৫৩ শতাংশ সময় এবং ১২টি শট নেয়, এর মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। ন্যাশভিলে নেয় ৬ শট, যার ৩টি লক্ষ্যে ছিল।

সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ন্যাশভিলকে হারাল মায়ামি। এর আগে লিগপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-২ গোলের বড় জয় পেয়েছিল ফ্লোরিডার ক্লাবটি। এবার আবারও জয়ের ধারায় থেকে প্লে-অফের লড়াইয়ে এগিয়ে গেল হাভিয়ের মাশ্চেরানোর দল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন