চট্টগ্রামে প্রতিশোধের অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের নির্ধারণী তৃতীয় ওয়ানডেটি হয়েছে একেবারেই একপেশে। মিরপুরে ১৭৯ রানে বড় জয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এখন ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ নিতে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুরের সমালোচিত উইকেটে সিরিজ জিতলেও এবার চট্টগ্রামের ভিন্ন কন্ডিশনে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
তৃতীয় ওয়ানডেতে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, চট্টগ্রামে আমরা ভিন্ন উইকেটে টি-টোয়েন্টি সিরিজ খেলব। অতীতের ভুলগুলো ভুলে গিয়ে নতুনভাবে শুরু করতে হবে। আমরা এখানে জিততে এসেছি, সেটাই প্রমাণ করতে হবে।
হোপের মন্তব্যে বাস্তবতার প্রতিফলন আছে। কারণ, চট্টগ্রামেই রয়েছে বাংলাদেশের দুটি সর্বোচ্চ টি-টোয়েন্টি দলীয় ইনিংস— ২০৭ ও ২০৫ রান, যা ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আসে। এ ছাড়া এই মাঠে ১৭০ থেকে ১৯৬ রানের ইনিংস হয়েছে সাতবার।
ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামিও আশাবাদী চট্টগ্রামের উইকেট হবে মিরপুরের তুলনায় ভালো। তিনি বলেন, অভিজ্ঞতা থেকে জানি, বাংলাদেশের সেরা উইকেট চট্টগ্রামে। গত ডিসেম্বরে আমরা এখানে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিলাম। এবারও একইভাবে টি-টোয়েন্টিতে ফিরতে চাই।
টি-টোয়েন্টি সিরিজটি উইন্ডিজের জন্য এক অর্থে প্রতিশোধের সিরিজও। কারণ, ২০২৪ সালের ডিসেম্বরেই নিজেদের মাটিতে ৩-০ ব্যবধানে বাংলাদেশ তাদের ধবলধোলাই করেছিল। এবার সেই হার শোধ করার লক্ষ্য নিয়ে নামছে হোপের দল।
এদিকে ওয়ানডে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন খ্যারি পিয়ের। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন শামার জোসেফ ও জেদিয়া ব্লেডস। ফলে ১৫ সদস্যের দলটি কমে দাঁড়িয়েছে ১৪ জনে।



