ছবি-সংগৃহীত
বাংলাদেশের বোর্ডে পুঁজি বেশি ছিল না, ২০৭ রানের। তবে মিরপুরের ঘূর্ণি পিচে এই রান তাড়াও ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হতে পারে, আন্দাজ করা যাচ্ছিল। রিশাদ হোসেন ক্যারিবীয়দের নাকানি চুবানি খাইয়েই ছাড়লেন। একাই নিলেন ৬ উইকেট।
২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ ওভারে ১৩৩ রানে গুটিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেলো ৭৪ রানের জয়।
মিরপুরের কালো পিচে যা হওয়ার তাই হয়েছে। ২০৮ রানের লক্ষ্য ছুঁতে নেমে বাংলাদেশের স্পিনারদের কাছেই নাকাল হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দলটির ওপেনাররা ৫১ রান তুলে ফেললেন এরপর আসা–যাওয়ার মাঝেই ছিলেন অন্যরা।
১২তম ওভারে প্রথম বোলিংয়ে এসে শেষ বলে অ্যালিক অ্যাথানেজকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন রিশাত হোসেন। এই লেগ স্পিনার প্রথম স্পেলে নিয়েছেন আরও ৪ উইকেট।
বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানেডেতে ৫ উইকেট নেওয়া রিশাদ পরে ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেটটি তুলে নিয়ে গড়েছেন আরও বড় রেকর্ড। বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবেই ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশের মাটিতেও কোনো স্পিনারের সেরা বোলিং এটি।
আর আগে ব্যাটিংয়ে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেই বাংলাদেশের স্কোরটাকে ২০০ পাড় করিয়ে দিয়েছিলেন রিশাদ। ম্যাচসেরার স্বীকৃতিটা আর কাউকে দেওয়ার উপায় রাখেননি এই তরুণ।স্পিনেই জিতল বাংলাদেশ
মিরপুরের কালো পিচে যা হওয়ার তাই হয়েছে। ২০৮ রানের লক্ষ্য ছুঁতে নেমে বাংলাদেশের স্পিনারদের কাছেই নাকাল হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দলটির ওপেনাররা ৫১ রান তুলে ফেললেন এরপর আসা–যাওয়ার মাঝেই ছিলেন অন্যরা।
১২তম ওভারে প্রথম বোলিংয়ে এসে শেষ বলে অ্যালিক অ্যাথানেজকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন রিশাত হোসেন। এই লেগ স্পিনার প্রথম স্পেলে নিয়েছেন আরও ৪ উইকেট। ৭–০–২৫–৫, প্রথম স্পেলে এই ছিল রিশাদের বোলিং বিশ্লেষণ।
বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানেডেতে ৫ উইকেট নেওয়া রিশাদ পরে ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেটটি তুলে নিয়ে গড়েছেন আরও বড় রেকর্ড। বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবেই ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশের মাটিতেও কোনো স্পিনারের সেরা বোলিং এটি।
আর আগে ব্যাটিংয়ে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেই বাংলাদেশের স্কোরটাকে ২০০ পাড় করিয়ে দিয়েছিলেন রিশাদ। ম্যাচসেরার স্বীকৃতিটা আর কাউকে দেওয়ার উপায় রাখেননি এই তরুণ।



