Logo
Logo
×

খেলা

সাইফকে ‘সারপ্রাইজ প্যাকেজ’ আখ্যা দিয়ে সেঞ্চুরি দেখার অপেক্ষায় সিমন্স

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম

সাইফকে ‘সারপ্রাইজ প্যাকেজ’ আখ্যা দিয়ে সেঞ্চুরি দেখার অপেক্ষায় সিমন্স

ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে দারুণ খেলেছেন সাইফ হাসান। ক্যারিয়ারে দ্বিতীয় দফায় জাতীয় দলে সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন ব্যাটিং এই অলরাউন্ডার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সাইফকে নিয়ে আশাবাদী প্রধান কোচ ফিল সিমন্স।

শুক্রবার সংবাদ সম্মেলনে টাইগার কোচ সাইফের কাছে সেঞ্চুরির প্রত্যাশা করছেন জানিয়ে বলেন, 'সাইফ অবশ্যই বল হাতে একটি সারপ্রাইজ প্যাকেজ কারণ আমি আশা করিনি যে সে বল হাতে এখানে আসার পর থেকে এতটা ভালো করবে। কিন্তু তার ব্যাটিং আমি আগেও দেখেছি এবং এটা দারুণ যে সে এখন এসে দেখিয়েছে যে সে কী করতে পারে। এবং আপনি বলতে পারেন এটা একটা সারপ্রাইজ প্যাকেজ, কিন্তু আমরা তার সম্পর্কে আগে থেকেই জানতাম এবং সে যখন সুযোগ পেয়েছে তখন তা কাজে লাগিয়েছে এবং এটা আমাদের জন্য দেখতে দারুণ। সে একটার পর একটা ভালো পারফর্ম করে যাচ্ছে। আমি পরবর্তীতে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির জন্য অপেক্ষা করছি।'

বোলার হিসেবেও সাইফকে মনে ধরেছে সিমন্সের, 'আমি মনে করি সাইফ এবং শামীম বোলিংয়ে সাহায্য করতে পারে এবং তারা দুজন মিলে ষষ্ঠ বোলারের ভূমিকা পালন করতে পারে। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং এখনকার মধ্যে বোলিংয়ে এতটাই উন্নতি হয়েছে যে অনেক সময় আমরা ষষ্ঠ বোলার ব্যবহারই করি না। সুতরাং, আমি বোলারদের সম্পর্কে এটা বলতেই পারি এবং আমি আপনার সাথে একমত, আমি মনে করি তাদের জন্য ষষ্ঠ বোলার হিসেবে কিছু ওভার পূরণ করার সম্ভাবনা আছে।'

পারভেজ ইমন ও সাইফকে নিয়ে সিমন্স বলেন, 'ইমনের সামান্য চোট আছে যা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে সে সম্পূর্ণ ফিটনেসে ফিরে আসে। আমি মনে করি আমরা এখনও সেই আদর্শ জুটি খুঁজছি। সাইফ এসে সেভাবে ব্যাট করেছে এটা দারুণ, কিন্তু আপনি জানেন সাইফ সেই ইউটিলিটি খেলোয়াড়দের একজন যে যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। সুতরাং, সে এসে এটা করেছে এটা ভালো, কিন্তু আমরা এখনও সেই আদর্শ জুটি খুঁজছি।'

'আমি অবশ্যই বলব যে এটা একটা গড়ে তোলার প্রক্রিয়াআমরা কিছু শুরু করছি, আমরা ২০২৭ বিশ্বকাপের জন্য কিছু তৈরি করতে শুরু করছিসুতরাং, এটা একটা গড়ে তোলার প্রক্রিয়া, আমরা সঠিক জুটি খুঁজে পেলে তাদের সাথে কাজ করা শুরু করবআমরা সঠিক কম্বিনেশন খুঁজে পেলে তাদের সাথে কাজ করা শুরু করবএবং এখানে-সেখানে কিছু খেলোয়াড় বাদ পড়বে, হয়তো ফর্মের কারণে, হয়তো অন্য কেউ ভালো করছে, কিন্তু এটা একটা প্রক্রিয়া যা আমরা চালিয়ে যাচ্ছি।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন