Logo
Logo
×

খেলা

দেড় বছর আগের স্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে অস্ট্রেলিয়া

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম

দেড় বছর আগের স্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

২০২৪ সালের মার্চে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। সেই সফরে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিলেন অ্যালিসা হিলি-এলিসা পেরিরা। ১৮ মাস আগে খেলা সেই সিরিজে সফরকারী হিসেবে নেমেও অজি মেয়েরা ৩-০ ব্যবধানে একপেশে জয় পেয়েছিল। সেই স্মৃতি নিয়েই এবার তারা বাংলাদেশকে মোকাবিলা করার কথা জানিয়েছে।

নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে সর্বশেষ সিরিজের প্রসঙ্গ টেনেছেন অজি অলরাউন্ডার আনাবেল সাদারল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ভিশাখাপত্নমে ম্যাচটি শুরু হবে। এটি বিশ্বকাপে জ্যোতিদের পঞ্চম ম্যাচ। জয় দিয়ে আসর শুরু করলেও পরবর্তী তিন ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। অবশ্য দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও তারা হেরেছে।

বাংলাদেশ ম্যাচের আগে অজি তারকা সাদারল্যান্ড বলেন, ‘আমার মনে হয় এক বছরের বেশি সময় (২০২৪ সালের মার্চ) আগে তাদের সঙ্গে আমাদের ভালো একটা সিরিজ ছিল। ওই সিরিজটা বাংলাদেশকে নিয়ে আমাদের ভালো কিছু ধারণা দিয়েছে। বিশ্বকাপে তারা যে দলটা নিয়ে এসেছে ওই সিরিজেও প্রায় একই দল ছিল। এজন্য তাদের নিয়ে আমাদের কাছে ভালো কিছু তথ্য আছে। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলো দেখলেও আমরা ধারণা পেতে পারি।’

চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে ভালো করার প্রত্যাশা জানিয়েছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা, ‘দলের অবস্থা খুব ভালো। সবাই খুব ভালো প্রস্তুতি নিচ্ছে পরবর্তী ম্যাচের জন্য। অস্ট্রেলিয়ার সঙ্গে যেহেতু ম্যাচ, সবাই সবার নিজস্ব প্রস্তুতি নিচ্ছে। গত ম্যাচে আমরা খুব ভালো ব্যাটিং করেছি, বোলাররাও খুব ভালো বোলিং করেছে। খুব ভালো ফাইট দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো শেপে আছে, ইনশা-আল্লাহ সামনের ম্যাচটা আমরা সবাই ভালো করতে চাই।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যাচ মিস করে হারের পর ড্রেসিংরুমে ক্রিকেটাররা কান্নায় ভেঙে পড়েন। তবে দলের অভ্যন্তরে কোনো নেতিবাচক কথা হয়নি বলে জানান সোবহানা মোস্তারি। ডানহাতি এই ব্যাটার বলেন, ‘গত ম্যাচের (দক্ষিণ আফ্রিকা) পর ড্রেসিংরুমে নেগেটিভ কোনো কথা হয়নি। জুনিয়র, সিনিয়র, টিম ম্যানেজমেন্ট সবাই শুধু ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন