Logo
Logo
×

খেলা

আমরা এত খারাপ দল না, যতটা খারাপ খেলছি : মিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম

আমরা এত খারাপ দল না, যতটা খারাপ খেলছি : মিরাজ

প্রতিপক্ষ দল ব্যাটিংয়ে নামলে রানের বন্যা বইয়ে দেয়, অথচ নিজেরা নামলেই ১০০ পেরোনো নিয়েও তৈরি হয় শঙ্কা- এমন অবস্থায়ই আছে বাংলাদেশ ওয়ানডে দল। ব্যাটিং বিপর্যয় এখন যেন নিত্যদিনের ঘটনা। ওয়ানডেতে জেতা তো দূরের কথা, পুরো ৫০ ওভার টিকেও থাকতে পারছে না মেহেদী হাসান মিরাজের দল।

আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। গতকাল (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামে ধবলধোলাই এড়ানোর মিশনে। আফগানিস্তানের ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ৩ উইকেটে ৭০ রান তুলেছিল মিরাজের দল। তখনও সামান্য আশার আলো ছিল। কিন্তু সেখান থেকেই ২৩ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়ে ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ইনিংসের সর্বোচ্চ রান ৪৩- ওপেনার সাইফ হাসানের ব্যাটে। বাকিদের স্কোর মোবাইল নম্বরের ডিজিটের মতোই ছোট।

এতে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ইচ্ছা করে কেউ খারাপ খেলে না। সবাই চেষ্টা করছে। কিন্তু একসঙ্গেই সবাই ব্যর্থ হচ্ছে। ব্যাটাররা ৩০–৩৫ রান করে আউট হয়ে যাচ্ছে। এমন হলে দলের পক্ষে ম্যাচ জেতা কঠিন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান প্রথমে খুব একটা বড় স্কোর করতে পারছিল না। ৪৮ ওভারে ৯ উইকেটে ছিল ২৪৯ রান। শেষ দুই ওভারে ৪৪ রান তুলে ইনিংস শেষ করে ২৯৩ রানে। ওপেনার ইবরাহিম জাদরান করেন ৯৫ রান, আর মোহাম্মদ নবি মাত্র ৩৭ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন। ব্যাটিংয়ে বাংলাদেশ যা পুরো ইনিংসে তুলতে পারেনি, তা একাই প্রায় করে ফেলেন নবি।

এই হুড়মুড়িয়ে পড়া ব্যাটিং লাইন এখন নিয়মে পরিণত হয়েছে। সিরিজের প্রথম ওয়ানডেতেও আফগানিস্তানের দেওয়া ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে- শেষ ১০ রানে পড়ে ৫ উইকেট!

গত ১২ ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ১০টিতে। টানা চারটি ওয়ানডে সিরিজেও হারের রেকর্ড গড়েছে দলটি। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এখন ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

অধিনায়ক মিরাজ বলেন, আমরা এত খারাপ দল না, যতটা খারাপ খেলছি। কিন্তু যদি ভুলের পুনরাবৃত্তি বন্ধ করতে না পারি, সামনে আরও কঠিন সময় আসবে।

ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের রেকর্ডও আশাজনক নয়। তার নেতৃত্বে ১০ ম্যাচে জিতেছে কেবল একটিতে। আগামী ১৮ অক্টোবর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের নতুন ওয়ানডে সিরিজ শুরু হবে- দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর।

ওয়ানডেতে এই নিয়ে ছয়বার ২০০ বা তার বেশি রানে হারের লজ্জা পেল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার ছিল ২০০০ সালের ২ জুন পাকিস্তানের বিপক্ষে- ২৩৩ রানে। এরপর ২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ২০৬ রানে, ২০১৭ সালে আবার প্রোটিয়াদের কাছে ২০০ রানে, এবং ভারতের কাছেও দুইবার ২০০ বা তার বেশি রানে হার। গতরাতের আবুধাবি বিপর্যয়ে সেই তালিকায় যুক্ত হলো আফগানিস্তানের নামও।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন