Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে চতুর্থ ম্যাচে হেরেছে বাংলাদেশের নারীদল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

বিশ্বকাপে  চতুর্থ ম্যাচে হেরেছে বাংলাদেশের নারীদল

ছবি-সংগৃহীত

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে হার মেনেছে বাংলাদেশ। সোমবার রাতে বিশাখাপত্তনমে বাংলাদেশকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে। জবাবে শেষ ওভারে গিয়ে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করে জয় নিশ্চিত করে।

নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত হেরে গেছে বাংলাদেশ। জ্যোতিদের বিপক্ষে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।

ইনিংসের শুরুটা মোটেই ভালো ছিল না দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারেই শূন্য রানে টাজমিন ব্রিটস আউট হন। এরপর কিছুটা স্থিতি আনেন অধিনায়ক লরা উলভার্ডট (৫৬ বলে ৩১ রান)। তবে তিনিও ধীরে রান তোলায় চাপ বাড়ে।

আনেকে বোশ (২৮) ভালো ছন্দে খেললেও রিতু মনি’র বলে ক্যাচ দিয়ে ফেরেন। পরপর উইকেট হারিয়ে ২২ ওভারের মধ্যে দলের ৭৮ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়।

এ অবস্থায় অভিজ্ঞ মারিজান ক্যাপ (৭১ বলে ৫৬) ও ক্লোয়ি ট্রায়ন (৬৯ বলে ৬২) জুটি গড়ে দলের স্কোর টেনে তোলেন। ট্রায়ন ছিলেন আক্রমণাত্মক। ছয়টি চার ও একটি ছক্কায় তিনি খেলেন ৬২ রানের ঝড়ো ইনিংস।

শেষ দিকে নাদিন ডি ক্লার্কের ২৯ বলে ৩৭ রানের ইনিংসের ওপর ভিত্তি করে ৩ উইকেটের জয় পায় প্রোটিয়া নারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট পান নাহিদা আক্তার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৩২ রান। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২৩৩ রান।

শুরুটা যদিও ছিল কিছুটা ধীরগতির। কিন্তু শেষ দিকে রীতিমতো ঝড় তোলেন ব্যাটাররা। প্রথম ৩০ ওভারে যেখানে দলের রান ছিল মাত্র ১০০, শেষ ২০ ওভারে সেখান থেকে যোগ হয় আরও ১৩২ রান।

এই ফিনিশিংয়ের কারিগর ছিলেন স্বর্ণা আক্তার। পাঁচ নম্বরে নেমে মাত্র ৩৫ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। ৩৪ বলে ফিফটি তুলে নিয়ে স্বর্ণা গড়েছেন এবারের বিশ্বকাপের দ্রুততম অর্ধশতকের রেকর্ড, যা এর আগে ছিল অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির দখলে (৩৫ বলে)। একই সঙ্গে এটি বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসেও দ্রুততম ফিফটি। আগের রেকর্ডটি ছিল নিগার সুলতানা জ্যোতির ৩৯ বলে

অবশ্য ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন শারমিন আক্তার সুপ্তা। ৭৭ বলে ৬ চারে ৫০ রানের ইনিংস খেলে রানআউট হন তিনি। তার সঙ্গে তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন অধিনায়ক জ্যোতি (৩২)। ওপেনিংয়ে ফারজানা হক ও রুবাইয়া হায়দার ঝিলিক গড়েন ৫৩ রানের জুটি। ফারজানা করেন ৩০ ও ঝিলিক ২৫ রান।

শেষ দিকে রিতু মণির ৮ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস বাংলাদেশের স্কোরকে আরও সমৃদ্ধ করে। দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো ম্লাবা ১০ ওভারে ৪২ রানে ২টি উইকেট নেন।

এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জয় নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকাঅন্যদিকে বাংলাদেশ একটি জয় ও তিনটি পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। আজকের ম্যাচে জয় পেলে টেবিলের অবস্থান আরও শক্ত করতে পারতো টাইগ্রেসরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন