জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাবা ও লুডু প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম
ছবি-যুগের চিন্তা
আজ ১১ অক্টোবর শনিবার দাবা ও লুডু প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হলো জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানমালা ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ফুটবল তারকা আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬০জন ক্লাব সদস্য। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মো: জাহিদুজ্জামান, দ্বিতীয় আলী সানোয়ার ও তৃতীয় শামসুল আলম সেতু।
লুডু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন প্রেস ক্লাবের ৩০ জন নারী সদস্য। এরমধ্যে প্রথম স্থান অধিকার করেছেন জান্নাতুল ফেরদৌস পান্না, দ্বিতীয় স্থান লিপিকা সরকার, তৃতীয় হয়েছেন শামীমা চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।



