Logo
Logo
×

খেলা

মায়ামিতে ভেনেজুয়েলাকে হারিয়ে আর্জেন্টিনার ধারাবাহিক জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:২৪ এএম

মায়ামিতে ভেনেজুয়েলাকে হারিয়ে আর্জেন্টিনার ধারাবাহিক জয়

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও জয়ের ধারায় থাকল। তবে এবার জয়ের ব্যবধান ছিল অনেক কম। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার (স্থানীয় সময় শুক্রবার রাত) অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। দলের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার দিকেই। বল দখলে ৭৭ শতাংশ সময় নিয়ন্ত্রণে রাখে তারা এবং মোট ১৭টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভেনেজুয়েলা মাত্র ৫টি শট নিতে পারে, যার কোনোটিই লক্ষ্যে ছিল না।

৩১ মিনিটে জিওভান্নি লো সেলসোর বাঁ পায়ের নিচু শটে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলভারেজ ও লাউতারোর দারুণ সমন্বয়ের পর লো সেলসোর নিখুঁত শটে গোলরক্ষক হোসে কন্ত্রেরাসকে পরাস্ত করেন তিনি। তবে ম্যাচজুড়ে কন্ত্রেরাস ছিলেন দুর্দান্ত—মোট ১০টি সেভ করেন, যার মধ্যে ৬টি ছিল দ্বিতীয়ার্ধে।

আর্জেন্টিনার একের পর এক আক্রমণ প্রতিহত করতে থাকেন কন্ত্রেরাস। লাউতারো মার্টিনেজ ও নিকো পাজের শট একাধিকবার ফিরিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানো হয় রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার ও বালের্দিকে; তবুও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় বিশ্বচ্যাম্পিয়নরা।

দলটির হয়ে লিওনেল মেসি স্কোয়াডে থাকলেও, আগেই কোচ স্কালোনি জানিয়েছিলেন তাকে বিশ্রাম দেওয়া হবে। তাই গ্যালারিতে বসেই সতীর্থদের পারফরম্যান্স উপভোগ করেন আর্জেন্টিনা অধিনায়ক।

প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তা এবং নিজস্ব সুযোগ নষ্টের হতাশা নিয়েই ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। ফিফা প্রীতি সিরিজে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ আগামী ১৪ সেপ্টেম্বর, মায়ামিতেই পুয়ের্তো রিকোর বিপক্ষে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন