Logo
Logo
×

খেলা

হংকংয়ের বিপক্ষে একাদশে নেই তিন তারকা ফুটবলার

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম

হংকংয়ের বিপক্ষে একাদশে নেই তিন তারকা ফুটবলার

ছবি : সংগৃহীত

আজ রাতে হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের একাদশ দেখে অনেকেই চমকে উঠবেন।

বিশেষ করে, সাম্প্রতিক সময়ে আলোচিত দুই প্রবাসী খেলোয়াড় শামিত সোম ও ফাহামিদুল ইসলাম একাদশে জায়গা পাননি। এমনকি, বাদ পড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহামেদ এবং দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াও।

কাবরেরার কৌশল ও একাদশ

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা এই ম্যাচে হংকংকে হারানোর জন্য ৪-৪-২ ফরম্যাশনে দল সাজিয়েছেন। চোট থেকে ফেরা গোলকিপার মিতুল মারমা ফিরেছেন একাদশে। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ তিনি খেলতে পারেননি।

পেশির চোটের কারণে পুরোপুরি সেরে না ওঠায় সেন্টারব্যাক তপু বর্মণ স্কোয়াডে থাকলেও একাদশে নেই। তার অনুপস্থিতিতে রক্ষণের কেন্দ্রে জুটি বাঁধবেন তারেক কাজী ও তরুণ শাকিল আহাদ তপু।

লেফটব্যাকে খেলবেন সাদউদ্দিন এবং রাইটব্যাকে তাঁর ছোটভাই তাজউদ্দিন।

মাঝমাঠের নেতৃত্ব দেবেন লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী। তাকে সহায়তা করবেন দুই সোহেল রানা এবং উদীয়মান তারকা শেখ মোরসালিন। আক্রমণে গোলের দায়িত্ব থাকবে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের কাঁধে।

হংকংয়ের বিপক্ষে আজকের ম্যাচের শুরুর একাদশ

গোলরক্ষক: মিতুল মারমা

রক্ষণভাগ: তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন

মধ্যমাঠ: হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র।

আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন