Logo
Logo
×

খেলা

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, পরিচালক পদে জয়ী হলেন যারা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, পরিচালক পদে জয়ী হলেন যারা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচন এবং রাত ৯টার দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশের কথা রয়েছে।

ভোট গণনা শেষে প্রকাশিত ফলাফলে পরিচালনা পর্ষদের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়।

পরিচালক পদে (ক্যাটাগরি১) নির্বাচিত হয়েছেন: আমিনুল ইসলাম বুলবুল নাজমুল আবেদিন ফাহিম আহমেদ ইকবাল চৌধুরী আসিফ আকবর আবদুর রাজ্জাক জুলফিকার আলী খান মুখলেসুর রহমান হাসানুজ্জামান রাহাত সামস শাখাওয়াত হোসেন

পরিচালক পদে (ক্যাটাগরি২) নির্বাচিত হয়েছেন: ইশতিয়াক সাদেক আদনান রহমান দীপন ফায়াজুর রহমান আবুল বাশার আমজাদ হোসেন শানিয়ান তানিম নাভিন মোখছেদুল কামাল এম নাজমুল ইসলাম ফারুক আহমেদ মনজুর আলম মেহরাব আলম চৌধুরী ইফতেখার রহমান মিঠু

পরিচালক পদে (ক্যাটাগরি৩) নির্বাচিত হয়েছেন: খালেদ মাসুদ পাইলট

এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন: এম ইসফাক আহসান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন