Logo
Logo
×

খেলা

জেতার জন্য টাইগারদের প্রয়োজন ১৫২ রান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম

জেতার জন্য টাইগারদের প্রয়োজন ১৫২ রান

ছবি-সংগৃহীত

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশআফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে শেষের ঝড়ে লড়াকু সংগ্রহ গড়েছে আফগানিস্তান।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫১ রানে থামে রশিদ-নবীরা।

টাইগারদের জয়ের জন্য দরকার ১৫২ রান।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করেছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়া আফগানরা শুরুতে কিছুটা ধীরগতিতে এগিয়েও শেষের ঝড়ো আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াই করার মতো স্কোর গড়তে সক্ষম হয়।

আফগার টপ-অর্ডারের রহমানউল্লাহ গুরবাজ খেলেন ঝকঝকে ইনিংস। ৩১ বল খেলে দুই চার ও তিনটি ছক্কায় তিনি ৪০ রান করেন। অভিজ্ঞ মোহাম্মদ নবি ক্রমাগত চাপের মধ্যে দ্রুত ২৫ বল খেলে ৩৮ রান যোগ করেন, যার মধ্যে চারটি ছয় ছিল। ওপেনার ইব্রাহিম জাদরান ১০ বল খেলে ১৫ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখেন, আর শেষ দিকে শারাফউদ্দিন আশরাফ ১২ বল খেলে ১৬ রান যোগ করে দলের স্কোর ১৫১-এ নিয়ে আসেন।

বাংলাদেশের বোলাররাও মোটামুটি নিয়ন্ত্রণে ছিলেন। রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নিয়েছেন, আর নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এক একটি উইকেট নিয়েছেন।

আফগানিস্তানের ইনিংসটি ছিল উঠানামার মধ্যে। গুরবাজ আউট হওয়ার পর তারা ৯৫/৬-এ চলে যায়, কিন্তু নবির তোপের ব্যাটিংয়ে ১২৭ রান পর্যন্ত নিয়ে আসে। নবি আউট হবার পর শেষ মুহূর্তের তারা ১৫০ রানে পৌঁছতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন