বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিসিবির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতারত একজন প্রার্থী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
আজ (বুধবার) সকাল ১০টার দিকে মিরপুরে হাজির হন তামিম। তখন থেকেই গুঞ্জন ছিল, তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে তামিম নিজে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। কয়েকদিন ধরেই তিনি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে আসছিলেন।
বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন রয়েছে, তামিমের পাশাপাশি আরও কয়েকজন প্রার্থীও সরে দাঁড়াতে পারেন। ইতোমধ্যে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার হাইকোর্টের আদেশে বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করা হয়। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হবে—জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন। পরে ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবি সভাপতি।



