টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়নের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয়—এটা যেন বাংলাদেশের ফুটবলের এক নিয়মিত চিত্র ছিল। সেই চিত্রটাই আজ বদলে ফেলেছিল অনূর্ধ্ব-১৭ ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে একদম শেষ মুহূর্তে ভারতকে গোল দিয়ে সমতায় ফেরে। কিন্তু ২-২ গোলে ড্র করেও বিজয়ের হাসি হাসা হয়নি বাংলাদেশের।
দুর্দান্ত কামব্যাকের গল্প যে টাইব্রেকারে মাটি হয়ে গেছে। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধা হেরেছে বাংলাদেশ। ভারতের ৪ সফল শটের বিপরীতে তিনটি নিয়ে প্রথম দুটিতে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। তাতে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হয়।
কলম্বোর রেসকার্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হতেই গোল হজম করে বাংলাদেশ। ৪ মিনিটে ভারতকে লিড এনে দেন দালালমুই গ্যাংতে। বাংলাদেশের এক খেলোয়াড়ের শরীরে বল লাগলে ডি বক্সের মধ্যে বল পাওয়া দালালমুই জালে জড়িয়ে দেন।
২৫ মিনিটে সেট পিস থেকে বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ মানিক। নাজমুল হুদা ফয়সালের কর্নার কিক এক সতীর্থর মাথা ঘুরে আসলে মানিক হেড নেন। তাতে বলও জালে জড়াতে বাধ্য হয়।



