Logo
Logo
×

খেলা

বিসিবি কোষাগারে ১৪’শ কোটি রেখে যাচ্ছে বর্তমান কমিটি

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

বিসিবি কোষাগারে ১৪’শ কোটি রেখে যাচ্ছে বর্তমান কমিটি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির সবশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার। দায়িত্ব ছাড়ার আগে বিসিবির কোষাগারে প্রায় ১৪শ কোটি টাকা রেখে যাচ্ছে বর্তমান কমিটি।

বিসিবি সবশেষ সাধারণ সভা সন্ধ্যা সাড়ে ৬টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে ৯টার পর। পরে মধ্যরাতে সংবাদ সম্মেলনে আসেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও বিসিবির আইন উপদেষ্টা মাহিন রহমান। এদিন বেশ কিছু বিষয় নিয়ে এদিন খোলাসা করেছেন দুজনে।

সংবাদ সম্মেলন জুড়ে বেশিরভাগ আলোচনাই ছিল বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে। নির্বাচন কমিশনের দেয়া সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টায় কাউন্সিলর লিস্ট প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। তাই শিডিউল রি-অ্যাডজাস্ট করা হতে পারে বলে জানিয়েছেন ইফতেখার রহমান।

বিসিবির এই পরিচালক জানিয়েছেন, কোষাগারে ১৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে বর্তমান কমিটি। এছাড়া বিপিএলের পূর্বের ১৮টি ফ্র্যাঞ্চাইজির কাছে বিসিবির মোটা অঙ্কের টাকা পাওনা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ইফতেখার।

বলেছেন, ‘আমাদের আর্থিক অবস্থা। বর্তমানে প্রায় ১,৩৯৮ কোটি টাকা রয়েছে, যার মধ্যে এফডিআর, হাতে থাকা নগদ অর্থ, ব্যাংকে জমা ইত্যাদি অন্তর্ভুক্ত। অর্থাৎ মোটামুটি ১,৪০০ কোটি টাকার মতো অর্থ রেখে যাওয়া হচ্ছে। এটি প্রকৃত সংখ্যা, চাইলে সঠিক অঙ্কও জানানো সম্ভব। আরেকটি বিষয় হল, আমাদের মোট বকেয়া প্রায় ৪০ কোটি টাকা।’

যে ফ্র্যাঞ্চাইজিদের কাছে টাকা পাওনা তাদের নাম প্রকাশ করে মিঠু বলেছেন, ‘বরিশাল বার্নার্স, চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার, বরিশাল বুলস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্স, ঢাকা ডমিনেটর্স, দুরন্ত ঢাকা, দুর্বার রাজশাহী এবং ডেল্টা স্পোর্টস (যা চিটাগাং-এর ছিল)-সব মিলিয়ে মোট ১৮টি দল। এ পর্যন্ত বিপিএলে এই ১৮টি দলই ডিফল্টার হয়েছে। এদের বিরুদ্ধে আমাদের আরবিট্রেশন প্রক্রিয়া চলছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন