Logo
Logo
×

খেলা

তামিম নয়, বুলবুলকে বিসিবির সভাপতি পদে দেখতে চান আশরাফুল

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

তামিম নয়, বুলবুলকে বিসিবির সভাপতি পদে দেখতে চান আশরাফুল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের উত্তাপ ছড়াতে শুরু করেছে। সভাপতি পদে লড়বেন দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুজনকেই ধরা হচ্ছে হেভিওয়েট প্রার্থী হিসেবে। দুজনের মধ্যে কে জিতবেন, তা নিয়ে জল্পনা-কল্পনাও শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। নির্বাচনের দুই সপ্তাহ আগেই এবার নিজের পছন্দের প্রার্থীর নাম জানালেন মোহাম্মদ আশরাফুল।

মাঠের ক্রিকেটে তামিম ইকবাল এবং আমিনুল বুলবুল দুজনেরই সতীর্থ ছিলেন আশরাফুল। আমিনুলকে খুব বেশি সময় না পেলেও তামিমের সঙ্গে অনেকদিন ধরে খেলেছেন অ্যাশ। তবে বিসিবি নির্বাচনে নিজের সিনিয়ন বুলবুলের ওপর ভরসা রাখছেন আশরাফুল। নিজের এমন মতামতের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

আশরাফুলের মতে, তামিমের অভিজ্ঞতাটা কেবলই মাঠকেন্দ্রিক। অন্যদিকে, বুলবুল খেলোয়াড়ি জীবনেত পর থেকে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও কোচিং-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। আইসিসির মতো প্রতিষ্ঠানেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। এ কারণেই তামিমের চেয়ে বুলবুলকে বেশি যোগ্য মনে করেন আশরাফুল। সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন আশরাফুল।

সভাপতি পদে তামিম-বুলবুলদের যোগ্যতা নিয়ে কথা বলতে গিয়ে আশরাফুল বলেন, 'সবচেয়ে ভালো ব্যাপার হলো বিসিবির গত দুইজন সভাপতিই সাবেক অধিনায়ক ছিলেন। বুলবুল ভাই এবং তামিম দুজনই সাবেক অধিনায়ক। তামিমের সব কথা আমরা শুনছি—সে কী কী করতে চায়।'

'বুলবুল ভাই ইতোমধ্যে চার মাস ধরে কাজ করছেন। বুলবুল ভাইয়ের ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট আপনারা দেখেছেন। ১৬ বছর ধরে বাংলাদেশে লেভেল-৩ কোচিং কোর্স হয়নি, আম্পায়ারদের কোর্স হয়নি—যা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য খুবই জরুরি। এসব কাজের উদ্যোগ নিয়েছেন বুলবুল ভাই।'

নির্বাচনে বুলবুলের পক্ষ নিয়ে আশরাফুল বলেন, 'তাদের দুজনেরই অভিজ্ঞতা আছে। তামিমের অভিজ্ঞতা মূলত খেলার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বুলবুল ভাইয়ের অভিজ্ঞতা অনেক বিস্তৃত। তিনি আইসিসির হয়ে কাজ করেছেন, ক্রিকেটের ভেতরেই কাজ করেছেন এবং এই দেশের সংস্কৃতি সম্পর্কেও ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বুলবুল ভাইয়ের পক্ষেই যাব, তার অভিজ্ঞতা ও সম্মানের কারণে।'

তবে সভাপতি হিসেবে যে-ই আসুক দেশের ক্রিকেটের উন্নয়নে দুজনেরই কাজ করার সুযোগ আছে বলে মনে করেন আশরাফুল,'তামিম অবশ্যই ভালো। তিনি বোর্ড পরিচালক হয়ে আসতে পারেন। ক্রিকেট উন্নয়নের জন্য অনেক ক্ষেত্র আছে, শুধু সভাপতি হয়েই কাজ করতে হবে এমন নয়। বুলবুল ভাইও যদি সভাপতি না হন, তাহলেও উনি কাজ করতে পারবেন। আমাদের মূল লক্ষ্য দেশকে সেবা দেওয়া। দুইজনের প্রতিই শুভকামনা রইল।'

বিসিবির সভাপতি হিসেবে তামিম ইকবালের চেয়ে আমিনুল ইসলাম বুলবুলকেই বেশি পছন্দ মোহাম্মদ আশরাফুলের। ছবি: সংগৃহীত

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন