ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি'অর এবার উঠেছে পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলের হাতে। বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত দেম্বেলেই হয়েছেন বর্ষসেরা ফুটবলার।
প্যারিসের ঐতিহাসিক শাতলিয়ে থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে কিংবদন্তি রোনালদিনিওর হাত থেকে ট্রফি গ্রহণ করেন দেম্বেলে। ১২ কেজি ওজনের রিয়েল গোল্ডের তৈরি ব্যালন ডি'অর ট্রফি যেন অপেক্ষায় ছিল তার স্পর্শের জন্য।
অনুষ্ঠানের শুরুতেই লামিন ইয়ামালকে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার দেওয়া হলে দেম্বেলের জয় নিয়ে আর কোনো সংশয় থাকেনি। আবেগে ভেসে দেম্বেলে চোখের জল ধরে রাখতে পারেননি। শান্ত স্বভাবের এই ফুটবলার নিজের অর্জনে পরিপূর্ণ হয়েছেন, পরিপূর্ণ হয়েছে তার পরিবারও।
শাতলিয়ে থিয়েটারে এদিন ছিল পিএসজির জয়জয়কার। দেম্বেলের পাশাপাশি সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন জিয়ানলুইজি দোনারুম্মা। আর পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকে হয়েছেন বর্ষসেরা কোচ। সেরা ক্লাবের পুরস্কারও গেছে প্যারিস সেন্ট জার্মেইর ঘরে।
নারীদের বিভাগে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি'অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড আইতানা বোনমাতি। তার পারফরম্যান্সে আলোকিত হয়েছে পুরো অনুষ্ঠান।
আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই দিনে ফ্রেঞ্চ ফুটবল অকাল প্রয়াত ফুটবলার দিয়োগো জটাকেও স্মরণ করেছে, যা অনুষ্ঠানে আবেগের ছোঁয়া এনে দেয়।



