Logo
Logo
×

খেলা

অভিষেকের ঝোড়ো ইনিংসে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম

অভিষেকের ঝোড়ো ইনিংসে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচে প্রথমবারের মতো ওপেনিং ডেলিভারিতেই ছক্কা হজম করলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। রোববার সেই কৃতিত্ব অর্জন করেন ভারতের অভিষেক শর্মা। এটাই ছিল ঝড়ো এক ইনিংসের সূচনা, যেটি পাকিস্তানকে ব্যাটিং শিক্ষা দিয়েছে ভারতীয় ওপেনাররা।

দুবাইয়ের ব্যাটিং-বান্ধব উইকেটে আগে ব্যাট করে পাকিস্তান উড়ন্ত সূচনা পেলেও মিডল অর্ডারের ব্যর্থতায় থেমে যায় ৫ উইকেটে ১৭১ রানে। শাহিবজাদা ফারহান করেন সর্বোচ্চ ৫৮ রান, সাইম আইয়ুব ২১ ও ফাহিম আশরাফ ২০ রান যোগ করেন। ভারতের হয়ে শিভাম দুবে নেন ২ উইকেট, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব নেন একটি করে।

জবাবে শুরু থেকেই ঝড় তোলে ভারতের ওপেনিং জুটি। অভিষেক শর্মা মাত্র ২৪ বলে ফিফটি করে ভাঙেন যুবরাজ সিংয়ের পাকিস্তানের বিপক্ষে দ্রুততম হাফসেঞ্চুরির (২৯ বলে) রেকর্ড। গিলের সঙ্গে তার জুটি গড়েছে ১০৫ রান, যা পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী পার্টনারশিপ। এর আগে রেকর্ড ছিল ২০১২ সালে গৌতম গম্ভীর ও অজিঙ্কা রাহানের ৭৭ রানের। চলমান এশিয়া কাপে এটিই প্রথম শতরানের ওপেনিং জুটি।

অভিষেক ৩৯ বলে ৭৪ রান করেন, ৬টি চার ও ৫টি ছক্কায় সাজানো ইনিংসে। গিল আউট হন ৪৭ রানে (২৮ বলে ৮ চার)। তবে ওপেনিং জুটি ভাঙার পর পাকিস্তান কিছুটা চাপ তৈরি করলেও তা স্থায়ী হয়নি। সঞ্জু স্যামসন (১৩) ও অভিষেক দ্রুত বিদায় নিলেও, তিলক ভার্মা (১৯ বলে ৩০\*) এবং হার্দিক পান্ডিয়া দায়িত্বশীল ব্যাটিং করে দলকে ১৮.৫ ওভারেই জয় এনে দেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে হারিস রউফ নেন ২ উইকেট, তবে খরুচে ছিলেন বাকিরা। আবরার আহমেদ ও ফাহিম আশরাফ নেন একটি করে উইকেট।

শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন