Logo
Logo
×

খেলা

মায়ামির সঙ্গে মেসির চুক্তি নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম

মায়ামির সঙ্গে মেসির চুক্তি নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে

ইন্টার মায়ামির সঙ্গে চলতি বছর লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। অনেকেই ভেবেছিলেন নতুন কোনো ঠিকানায় যেতে পারেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এ খেলোয়াড়। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এমন তথ্য জানিয়েছে।

ইএসপিএন দাবি করেছে, মেসির সঙ্গে মায়ামির নতুন চুক্তির বিষয়টি এখন কেবল সময়ের অপেক্ষা। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে ক্লাবটির জার্সি গায়ে চড়ান মেসি। আড়াই বছরের সেই চুক্তির মেয়াদবছরই শেষ হবেবেশ কিছুদিন ধরে নতুন চুক্তির আলোচনা চলছিলতবে চূড়ান্ত ঘোষণা না আসায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা

এর মধ্যে মেসির প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোর আগ্রহ নিয়েও সংবাদমাধ্যমে এসেছে নানা খবর। তবে ইএসপিএন জানিয়েছে, মেসি ও মায়ামির মধ্যে আলোচনার প্রায় সব বিষয়েই সমঝোতা হয়ে গেছে। এখন শুধু কিছু আনুষ্ঠানিকতা বাকি। দুই পক্ষের সম্মতি হলেই তা পাঠানো হবে মেজর লিগ সকার কর্তৃপক্ষের অনুমোদনের জন্য।

আগামী বছর বিশ্বকাপ খেললে সেটিই হবে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে মায়ামির সঙ্গে নতুন চুক্তি একাধিক বছরের হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ আরো কয়েক মৌসুম মাঠে দেখা যাবে মেসির জাদু। কারণ ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই দলটিকে বদলে দিয়েছেন মেসি। প্রথম মৌসুমেই জেতান লিগস কাপ, যা ক্লাবটির ইতিহাসে প্রথম বড় ট্রফি।

মেসির নৈপুণ্যেই গত মৌসুমে রেকর্ড পয়েন্ট সংগ্রহ করে সাপোর্টার্স শিল্ড জেতে মায়ামি। যদিও পরবর্তী সময়ে প্লে-অফের প্রথম রাউন্ডেই দলটির যাত্রা থেমে যায়। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন মেসি। দলের হয়ে ২১ ম্যাচে ২০ গোলের পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছেন তিনি।

মেজর লিগ সকারে মেসির রেকর্ডও চোখে পড়ার মতো। এখন পর্যন্ত ৪৬ ম্যাচে ৪১ গোল আর ২৭ অ্যাসিস্ট করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির হয়ে ৬২ ম্যাচে ৫৪ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সব মিলিয়ে আরও কিছুদিন মেসিকে মায়ামির জার্সিতে দেখার সম্ভাবনাই বেশি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন