আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম
পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য—কখনো বাংলাদেশের দিকে, কখনো আফগানিস্তানের দিকে। তবে শেষ হাসি হাসল লাল-সবুজের দল। আবুধাবিতে টানটান উত্তেজনায় ভরা ম্যাচে আফগানদের ৮ রানে হারিয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। একইসঙ্গে বাঁচিয়ে রাখল সুপার ফোরে খেলার আশা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ তামিম। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান থেমে যায় ১৪৬ রানে। মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় পেতে সহজ হয় টাইগারদের।
রান তাড়ার প্রথম বলেই নাসুমের শিকার হন সেদিকউল্লাহ অটল। পাওয়ারপ্লেতে মাত্র ২৭ রান দেয় বাংলাদেশ। মাঝের ওভারে গুরবাজ-ওমরজাই কিছুটা চাপ তৈরি করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। শেষ দিকে মুস্তাফিজের জোড়া আঘাতেই ম্যাচ থেকে ছিটকে যায় রশিদ খানের দল।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজ নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। নাসুম, রিশাদ ও তাসকিন পেয়েছেন দুটি করে। আফগানিস্তানের পক্ষে রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই ব্যাট হাতে লড়াই করলেও ব্যর্থ হন অন্যরা। রশিদ খান ঝোড়ো ২০ রান করলেও দলের হাল ধরতে পারেননি।
টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ঝলক দেখালেও সঙ্গী সাইফ হাসান ২৮ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক লিটন দাস ফেরেন মাত্র ৯ রানে। তবে তামিম ২৮ বলে ফিফটি তুলে দলকে এগিয়ে নেন। এরপর শামীম (১১), তাওহীদ হৃদয় (২৬) বড় ইনিংস গড়তে না পারলেও সোহান (১২\*) ও জাকের আলি (১২\*) শেষদিকে সংগ্রাম করে দলকে ১৫৪-তে পৌঁছে দেন।বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে শুরু থেকে দাপট দেখিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুর ঝলক মিলিয়ে গেলেও বল হাতে নাসুম-রিশাদরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আসেন। আর তাতেই বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয় পেল টাইগাররা।



