নেইমারকে দলে চান আনচেলত্তি, শর্ত শারীরিক সক্ষমতা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম
নেইমার
২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার (৭৯ গোল)। দীর্ঘ বিরতির পর সেপ্টেম্বরে ফিরতে পারার কথা থাকলেও চোট কাটিয়ে উঠতে না পারায় চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পরিকল্পনা থেকে বাদ পড়েন তিনি।
তবে আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নেইমারকে খেলাতে চান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, নেইমারের প্রতিভা নয়, বরং শারীরিক সক্ষমতাই নির্ধারণ করবে তিনি দলে জায়গা পাবেন কি না।
আনচেলত্তি বলেন, নেইমার কীভাবে খেলে সেটা দেখার দরকার নেই, সবাই তার প্রতিভা জানে। কিন্তু আধুনিক ফুটবলে প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে হলে ফিট থাকতে হবে। যদি সে সেরা অবস্থায় থাকে, দলে ফিরতে তার কোনো সমস্যা হবে না। আমি তাকে বলেছি, তোমার হাতে সময় আছে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য।
উইঙ্গার নয়, আক্রমণভাগে খেলবেন নেইমার
আনচেলত্তির মতে, শারীরিক কারণে নেইমারের আর উইঙ্গার হিসেবে খেলা সম্ভব নয়। তাই তাকে আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আধুনিক ফুটবলে উইঙ্গারদের অনেক বেশি শারীরিক সক্ষমতা লাগে। নেইমারের জন্য আক্রমণাত্মক মিডফিল্ডার বা কেন্দ্রে স্ট্রাইকারের ভূমিকা সবচেয়ে উপযুক্ত।
ব্রাজিলের প্রস্তুতি ও আনচেলত্তির ভবিষ্যৎ
২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। তবে বাছাইপর্ব শেষ করেছে হতাশাজনকভাবে—বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে পঞ্চম স্থানে থেকে। তবুও আশাবাদী আনচেলত্তি জানালেন, তিনি কেবল ২০২৬ নয়, চাইলে ২০৩০ সাল পর্যন্তও দায়িত্ব পালন করতে প্রস্তুত।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা বিশেষ কিছু। এখন এক বছরের চুক্তি আছে। তবে সিবিএফ চাইলে আমি চালিয়ে যেতে রাজি। আমি এখানে খুব খুশি, আমার পরিবারও খুশি। ২০৩০ পর্যন্ত থাকাটাও অসাধারণ হবে। — যোগ করেন ব্রাজিল কোচ।



