মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে পর্তুগাল। ভাজগেন সারগসিয়ান স্টেডিয়ামে গতকাল ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতেই তিনি ছাড়িয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে।
২১ মিনিটে করা প্রথম গোলের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল সংখ্যা দাঁড়ায় ৩৭, যা মেসির চেয়ে এক গোল বেশি। ৭২ ম্যাচ খেলে মেসির গোল ৩৬। তালিকার শীর্ষে আছেন গুয়াতেমালার সাবেক তারকা কার্লোস রুইস, তার গোল ৪৭।
ম্যাচে রোনালদোর দ্বিতীয় গোলটি আসে বিরতির পরপরই, দূরপাল্লার শটে। মাত্র ৪৮ ম্যাচেই বিশ্বকাপ বাছাইয়ে ৩৮ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
রোনালদোর মতো জোড়া গোল করেছেন জোয়াও ফেলিক্স। অপর গোলটি করেন জোয়াও কানসেলো।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ে অজেয় ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। ঘরের মাঠে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রথম গোলটি আত্মঘাতী হলেও দ্বিতীয়টি করেন ডেকলান রাইস। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে টমাস টুখেলের শিষ্যরা।



