কিশোরগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নোয়াপাড়া
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
ছবি-যুগের চিন্তা
নোয়াপাড়া নবজাগরণ সংগঠন আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে নোয়াপাড়া স্পোর্টিং ক্লাব। মোট দুটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নধার স্পোর্টিং ক্লাবকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্ট সেরা হয় নোয়াপাড়া স্পোর্টিং ক্লাব। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলায় নোয়াপাড়া নবজাগরণ সংগঠন আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে সদর উপজেলা সল্প যশোদল নোয়াপাড়া খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এদিকে ফাইনাল খেলা দেখতে দুপুর থেকে দলে দলে মাঠে আসতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে শত শত দর্শকদের উপস্থিতিতে খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোদল ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ আহাম্মদ শরীফ,বিশেষ অতিথি যশোদল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ তাইজুল ইসলাম, যশোদল ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া, যশোদল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।
যশোদল ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ আহাম্মদ শরীফ বলেন, খেলাধুলাসহ সামাজিক সকল ভালো কাজে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের সকলের। সুস্থ শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই।
যশোদল ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া বলেন, যুবসমাজ দেশের সম্পদ, লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে তাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে। কারণ তারাই আগামীতে উন্নত, সুন্দর ও শক্তিশালী দেশ গঠনে ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই এলাকার যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো। ফাইনাল ম্যাচে প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আল আমিন। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন, মামুন মিয়া। লাইন্সম্যান হিসেবে ছিলেন রাকিব, সবুজ ও ইমরান।



