এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। ইতোমধ্যেই সেই ম্যাচসহ পুরো আসরের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।
প্রতিবারের মতো এবারও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সমর্থকদের জন্য অনলাইনে টিকিট বুকিং পোর্টাল খুলেছে। ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট কিনতে পারবেন।
টিকিটের প্যাকেজসমূহ
প্যাকেজ ১: ‘এ’ গ্রুপের ম্যাচের টিকিট (ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত)। সর্বনিম্ন দাম ৪৭৫ দিরহাম (প্রায় ১৫,৭০০ টাকা)।
প্যাকেজ ২: সুপার ফোর ম্যাচের টিকিট। সর্বনিম্ন দাম ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।
প্যাকেজ ৩: বিশেষ বান্ডেল—এ২ বনাম বি২ (২৫ সেপ্টেম্বর), এ১ বনাম বি১ (২৬ সেপ্টেম্বর) এবং ফাইনাল (২৮ সেপ্টেম্বর)। দাম শুরু ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।
কিছুদিনের মধ্যেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট কেনা যাবে।



