Logo
Logo
×

খেলা

হেসেখেলে সিরিজ জিতল বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম

হেসেখেলে সিরিজ জিতল বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। ব্যাটে-বলে দাপট দেখানো এই ম্যাচটি ছিল রেকর্ড গড়ার উপলক্ষও।

ইনিংসের চতুর্থ ওভারে ছক্কা মেরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে চলতি বছর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ সেই রেকর্ড ধরে রাখতে পারেননি তিনি। ইনিংসের ১২তম ওভারে ম্যাক্স ও’ডাউডকে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে রেকর্ডটি নিজের করে নেন তানজিদ হাসান তামিম। এ বছর তামিমের ছক্কার সংখ্যা ২৩টি এবং ইমনের ২২টি।

এর আগে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই উইকেট হারাতে থাকা ডাচরা ১৭.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত এবং ওপেনার বিক্রমজিত সিং করেন ২৪ রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ, যিনি ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মোস্তাফিজ ও তাসকিন নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ। তামিম ৪০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন অপরাজিত ৫৪ রান। ওপেনিংয়ে ইমন ২৩ বলে করেন ২১ রান এবং লিটন দাস ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ৪১ বল হাতে রেখে ১৩.১ ওভারে ৯ উইকেটে জয় নিশ্চিত করে টাইগাররা।

এই সিরিজটি মূলত এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত। সিরিজের আগে বড় রানের প্রস্তুতি ও ব্যাটিং ঝালিয়ে নেওয়ার কথা থাকলেও টস জিতে ফিল্ডিং নেওয়া কিছুটা রক্ষণাত্মক সিদ্ধান্ত ছিল। যদিও সহজ জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন