Logo
Logo
×

খেলা

ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের

জিতলেই সিরিজ নিশ্চিত—এমন সহজ সমীকরণ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (১ সেপ্টেম্বর) মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী নেদারল্যান্ডস। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় ডাচরা।

বাংলাদেশের স্পিন আক্রমণে দারুণ শুরু এনে দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নিজের প্রথম ওভারে টানা দুই বলে উইকেট তুলে নিয়ে চাপে ফেলেন প্রতিপক্ষকে। ইনিংস শেষে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি।

এ ছাড়া মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট, তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রানে ২ উইকেট, তানজিম হাসান সাকিব ৩ ওভারে ১৬ রানে ১ উইকেট এবং শেখ মেহেদী ৩.৩ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ৯ নম্বরে ব্যাট করতে নামা আরিয়ান দত্ত। ২৪ বল মোকাবিলায় তিনটি চারের সঙ্গে একটি ছক্কাও হাঁকান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে ওপেনার বিক্রমজিত সিংয়ের ব্যাট থেকে, যিনি ১৭ বলে চারটি বাউন্ডারি মারেন।

তবে শুরুতেই পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে নেদারল্যান্ডস আর ম্যাচে ফিরতে পারেনি। ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ধারাবাহিক বোলিংয়ে। শেষদিকে আরিয়ান দত্ত কিছুটা প্রতিরোধ গড়লেও বড় স্কোরের পথে এগোতে পারেনি সফরকারীরা।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজটি দারুণ কাজে দিচ্ছে বাংলাদেশ দলকে। সিরিজের প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষকে চেপে ধরে জয়ের পথে এগোচ্ছে টাইগাররা।

বোলিংয়ে আগ্রাসী উপস্থিতির পাশাপাশি মাঠে ফিল্ডিংয়ে ছিল লক্ষণীয় তৎপরতা। বিশেষ করে পাওয়ার প্লেতে মেহেদীর জায়গায় নাসুমকে এনে লিটনের কৌশলী সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

   

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন