ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কায় সিরিজ ড্র, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় এবং জিম্বাবুয়েতে ত্রিদেশীয় শিরোপা—টানা সাফল্যের ধারা ধরে রেখে এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। এ জন্য শুক্রবার (২৯ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন আজিজুল হাকিম তামিম।
মূল দলে আছেন টপ অর্ডারের জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকীর মতো ধারাবাহিক রান সংগ্রাহক ব্যাটাররা। অধিনায়ক তামিমের খণ্ডকালীন স্পিন বোলিংও কার্যকরী হতে পারে বলে আশা করা হচ্ছে। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল।
অলরাউন্ডারদের মধ্যে সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা ও রিজান হোসেনকে রাখা হয়েছে। গত মাসে জিম্বাবুয়ে–দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে রিজান ৭ ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট এবং করেছিলেন ১৮২ রান। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৫ রানের পাশাপাশি নিয়েছিলেন ৫ উইকেট, যা দলের শিরোপাজয়ে বড় ভূমিকা রাখে।
বোলিং বিভাগেও শক্তিশালী সমন্বয় রয়েছে। লেগস্পিনার স্বাধীন ইসলামের সঙ্গে আছেন পেসার সাদ ইসলাম রাজিন, সানজিদ মজুমদার ও আল ফাহাদ। জিম্বাবুয়ের সেই সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন আল ফাহাদ।
আগামী ৫ সেপ্টেম্বর লাফবোরোতে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে ৭ সেপ্টেম্বর। তৃতীয় ম্যাচ ১০ সেপ্টেম্বর ব্রিস্টলে, আর শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বেকেনহামে ১২ ও ১৪ সেপ্টেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল (ইংল্যান্ড সিরিজ): জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম, ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান, মোহাম্মদ সবুজ।



