Logo
Logo
×

খেলা

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১১:১৯ এএম

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা আরও ক্ষীণ হচ্ছে। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের দল ঘোষণা করেছেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি।

আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে ইতিমধ্যেই তারা বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। প্রায় দুই বছর ধরে (সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে) চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগলেও সদ্য উরুর চোটে পড়ায় আনচেলত্তির ঘোষিত দলে তার নাম নেই।

ঘোষিত ২৫ সদস্যের দলে রাখা হয়েছে অভিজ্ঞদের পাশাপাশি নতুন প্রতিভাবানদেরও। গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার মারকুইনোস ও মিডফিল্ডার ক্যাসেমিরোর মতো অভিজ্ঞরা দলে আছেন। পাশাপাশি জায়গা পেয়েছেন চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও ও লুকাস পাকুয়েতা।

ব্রাজিলের স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)

রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)

মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিনটন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)

আক্রমণভাগ: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথেউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন