Logo
Logo
×

খেলা

আবারও ইনজুরিতে নেইমার, ব্রাজিল দলে কি আর ফেরা হবে না?

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম

আবারও ইনজুরিতে নেইমার, ব্রাজিল দলে কি আর ফেরা হবে না?

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র আবারও ইনজুরির ধাক্কায় ছিটকে গেলেন। আসন্ন বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না সেলেসাওরা।

শনিবার সান্তোসের অনুশীলনে উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। তাৎক্ষণিক মেডিকেল টেস্টে পেশিতে টান ধরা পড়ে। সান্তোস ক্লাব দ্রুত চিকিৎসা শুরু করে। বিষয়টি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানায়।

৩৩ বছর বয়সী নেইমার শেষবার ব্রাজিলের জার্সি পরেছিলেন ২০২৩ সালের ১৮ অক্টোবর, উরুগুয়ের বিপক্ষে ২০ গোলে হারের ম্যাচে। এর পর থেকে আর জাতীয় দলে জায়গা পাননি। টানা সাত ম্যাচ সান্তোসের হয়ে খেলার পর ফেরার আশা তৈরি হয়েছিল। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছিল আজ আনুষ্ঠানিক দল ঘোষণায় থাকবে তার নামও। তবে তার ঠিক আগের দিন এই চোট তাকে ছিটকে দিল এই উইন্ডো থেকেও।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই তার ফিটনেস নিয়ে সন্দিহান ছিলেন। নতুন এই ইনজুরি সেই শঙ্কাকে সত্যি করে দিল। ক্লাব সূত্র জানিয়েছে, নেইমার ৩১ আগস্টের মধ্যে আবার ট্রেনিং গ্রাউন্ডে ফিরবেন এবং এক সপ্তাহ পর পুরোপুরি অনুশীলনে যোগ দিতে পারেন। ফলে সেপ্টেম্বরের শুরুতে ক্লাব ম্যাচে খেলার সম্ভাবনা থাকলেও জাতীয় দলের বাছাইপর্বের উইন্ডোয় তাকে পাওয়া যাবে না।

একসময় ব্রাজিলের একমাত্র ভরসা ধরা হতো নেইমারকে। তার পায়ের জাদুতে ভর করেই সেলেসাওরা স্বপ্ন দেখত বিশ্বজয়ের। পেলেকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাও বনে গেছেন তিনি। তবে বড় শিরোপা এখনও হাতে ধরা দেয়নি তার। সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি যেভাবে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে, তাতে ভবিষ্যৎ নিয়েও খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না।

আনচেলত্তির অধীনে ব্রাজিল দল এখন নতুন খেলোয়াড়দের নিয়ে পুনর্গঠনের পথে। সেই দলে এখন নেইমারের জায়গা নেই। তার ফিটনেসের যা পরিস্থিতি, তাতে অদূর ভবিষ্যতেও এই দলে তার জায়গা ফিরে পাওয়াটা কঠিনই হবে।

  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন