Logo
Logo
×

খেলা

পেদ্রি-তোরেসরার গোলে বার্সেলোনার জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:০২ এএম

পেদ্রি-তোরেসরার গোলে বার্সেলোনার জয়

ছবি : সংগৃহীত

প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। লা লিগায় তিন বছর পর ফেরা লেভান্তে চমক দেখিয়েছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যদের বিপক্ষে। তবে দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে নামা বার্সেলোনা বল দখল ও আক্রমণে ছিল একচেটিয়া আধিপত্যে—পুরো ম্যাচে ৮৩ শতাংশ পজেশন নিয়ে ২৬টি শট নেয় তারা। তবে প্রথমার্ধে সুযোগ নষ্ট ও এক বিতর্কিত পেনাল্টিতে দুই গোলে পিছিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

১৫ মিনিটে লেভান্তেকে এগিয়ে দেন ইভান রোমেরো। যোগ করা সময়ে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নোগালেস।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বার্সা। ৪৯ মিনিটে ইয়ামালের পাস থেকে পেদ্রি জালে জোরালো শট পাঠিয়ে ব্যবধান কমান। তিন মিনিট পর রাফিনিয়ার কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করে সমতায় ফেরান ফেররান তোরেস। এরপর একের পর এক আক্রমণে গোলরক্ষকের দক্ষতায় বেঁচে যায় লেভান্তে।

শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয় স্বাগতিকদেরই এক ভুল। যোগ করা সময়ে লেভান্তে ডিফেন্ডার উনাই এলজেজাভালের আত্মঘাতী গোল এনে দেয় বার্সেলোনাকে নাটকীয় জয়।

মৌসুমের প্রথম দুই ম্যাচে টানা জয়ে ৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে গেছে ফ্লিকের বার্সা। আগামী রোববার দিবাগত রাতে তাদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন