Logo
Logo
×

খেলা

বাংলাদেশে আয়োজন হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৮:২২ পিএম

বাংলাদেশে আয়োজন হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশে হচ্ছে না নারী বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

চলতি বছরের অক্টোবরের শুরুতে বাংলাদেশে হওয়ার কথা ছিল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশের ছাত্র আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা দেশে আসরটির আয়োজন শঙ্কায় ফেলে দেয়। যদিও বাংলাদেশের নতুন অর্ন্তবর্তীকালীন সরকার আশাবাদী ছিল আয়োজন নিয়ে তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হচ্ছে না। আইসিসি বিশ্বকাপ সরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভার আলোচনা থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

মঙ্গলবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ভার্চুয়াল এই সভায় বিশ্বকাপের স্থান পরিবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। টুর্নামেন্টটি চলতি বছরের ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্ব আসর আয়োজন করা সম্ভব নয়—এই মতামত আইসিসির বোর্ড সদস্যদের মধ্য থেকে উঠে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্তে সম্মত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, বিসিবি অফিসিয়াল হোস্ট হিসেবে থেকে যাবে, যদিও টুর্নামেন্টটি আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন