নেইমার–ভিনিসিয়ুস। এক্স
আগামী সপ্তাহে ঘোষণা হবে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড। তবে এর আগেই দেশটির গণমাধ্যম *গ্লোবো* জানিয়েছে, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন নেইমার, আর বিশ্রাম পাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। প্রায় ২২ মাস পর দলে ফিরছেন নেইমার, যিনি সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর হলুদ জার্সিতে খেলেছিলেন।
ভিনিসিয়ুসকে দলে না রাখার সিদ্ধান্তে অনেকেই অবাক হলেও কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় এটি আসলে বিশ্রাম হিসেবেই ধরা হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না ভিনি, আর কেবল বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে ডাকেননি কোচ।
প্রাথমিক স্কোয়াডে ইতোমধ্যেই গ্যাব্রিয়েল বারাজো, এদের মিলিতাও, ভিতিনিও, পাউলো হেনরিখ, দানিলো, মার্কোস আন্তোনিও, কাইও হোর্হে, নেইমার ও রদ্রিগোর থাকা নিশ্চিত করেছে গ্লোবো।
আগামী ৫ সেপ্টেম্বর মারাকানায় চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর ১০ সেপ্টেম্বর এল আল্টোতে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। ইতোমধ্যে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুটি ম্যাচ দিয়েই ২০২৬ আসরের প্রস্তুতি শুরু করবে ব্রাজিল।



