সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত একজনের নাম আবদুল মতিন। তিনি ওই ইউনিয়নের জিরাগাঁ গ্রামের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই। অপরজনের হলেন একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আকবর আলী।



