Logo
Logo
×

খেলা

অক্টোবরে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩৯ পিএম

অক্টোবরে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

শুরু হতে যাচ্ছে ২০২৫-২৬ মৌসুমের ক্লাব ফুটবল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথমে মাঠে গড়াবে স্পেনের লা লিগা। আগামীকাল জিরোনা ও রায়ো ভায়েকানোর ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। একই দিনে ম্যাচ রয়েছে ফ্রান্সের লিগ ওয়ান ও ইংলিশ প্রিমিয়ার লিগেও। জার্মানির বুন্দেসলিগা শুরু হবে ২২ আগস্ট এবং ইতালির সিরি আ মাঠে গড়াবে ২৩ আগস্ট।

ক্লাব ফুটবলের বিরতিতে ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ১ সেপ্টেম্বর, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারবে। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে।

তবে নতুন তথ্য অনুযায়ী, অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের শিকাগো ও নিউ জার্সিতে। যদিও প্রতিপক্ষের নাম এখনো নিশ্চিত নয়, তবে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলার নাম উঠে এসেছে। আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুলের বরাত দিয়ে মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, ম্যাচ দুটি হবে ৮ ও ১৪ অক্টোবর।

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। সেই বিশ্বকাপের আয়োজক দেশগুলোর পরিবেশের সঙ্গে আগেভাগেই মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রে বেশি ম্যাচ খেলছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন