দেশ-বিদেশী দৌড়বিদদের অংশ গ্রহণে রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পিএম
ছবি-যুগের চিন্তা
`রান ফর বাংলাদেশ, রান ফর হেল্থ' স্লোগানকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও দেশ বিদেশী ৭০০ দৌড়বিদদের অংশগ্রহণে জমকালো অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়পুরা ম্যারাথন-২০২৫। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে ৩ অক্টোবর ভোরে উপজেলা পরিষদের প্রধান গেইট থেকে দৌড়বিদরা তিনটি ক্যাটাগরীর মাধ্যমে দৌড় প্রতিযোগীতায় অংশ নিবেন।
এ উপলক্ষে সোমবার (১১ আগষ্ট) বিকেলে রায়পুরা উপজেলা কনফারেন্স রুমে রায়পুরা ম্যারাথন আয়োজনের প্রস্তুতি সভা করা হয়। আগামী ৩ অক্টোবর নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী ম্যারাথনের উদ্বোধন করার কথা রয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রায়পুরা ম্যারাথনের স্পন্সর ওয়াটসন গ্রুপের পরিচালক ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
রানার্স কমিউনিটির ডিরেক্টর সবুজ শিকদার জানান, আগামী ৩ অক্টোবরকে ঘিরে ইতোমধ্যে তারা ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশের বুকে রায়পুরাকে আবারও ব্র্যান্ডিং করার জন্য কাজ করা হচ্ছে। ম্যারাথনের দিন দৌড়বিদদের জন্য পুরো সড়ক জুড়ে ২ শতাধিক ভলান্টিয়ার, প্রায় অর্ধশত পুলিশ, সেনাবাহিনীর একটি টিম, অর্ধশত আনসার সদস্য সহ গ্রাম পুলিশের সদস্যরা নিরাপত্তা জোরদার করবে। পাশাপাশি দৌড়বিদদের শারিরীক চিকিৎসা সেবা নিশ্চিতে একটি অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিম উপস্থিত থাকবে। পরে প্রতিযোগীতা শেষে বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরষ্কার বিতরণের মাধ্যমে ম্যারাথনটি সমাপ্ত ঘোষনা করা হবে।
এর আগের দিন সন্ধ্যায় ম্যারথন উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বীন মুনসুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জামায়াতে ইসলামী রায়পুরা সদর শাখার আমীর জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সী, রানার্স কমিউনিটি এডমিন সাদেক হোসেন খোকা সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



