Logo
Logo
×

খেলা

মেসিহীন মায়ামি চার গোল হজম করিলো

Icon

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১২:০৯ পিএম

মেসিহীন মায়ামি চার গোল হজম করিলো

ছবি-সংগৃহীত

লিওনেল মেসি দলে না থাকায় লজ্জা পেতে হলো ইন্টার মায়ামিকে। বাংলাদেশ সময় আজ সোমাবার মেজর লিগ সকারের ম্যাচে মেসিহীন ইন্টার মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অরল্যান্ডো সিটি। লিগস কাপের ম্যাচে চোট পাওয়া মেসি এই নিয়ে মায়ামির টানা দুই ম্যাচে খেলতে পারলেন না। আগের ম্যাচটিতে রক্ষা পেলেও এই ম্যাচে আর রক্ষা হলো না।

এদিন ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই দুই দল একটি করে গোল করে। তবে জমজমাট ম্যাচের আভাস রাখলেও ক্রমেই ম্যাচে খেই হারায় মায়ামি। জর্দি আলবা, রদ্রিগো দে পল, সের্হিও বুসকেতস, লুইস সুয়ারেসের মতো তারকারা খেললেও দলকে বড় পরাজয় থেকে রক্ষা করতে পারেননি। বার্সা ডুবতে পারত আরও বড় লজ্জায়। তবে চোট কাটিয়ে মাঠে ফিরেই ৮টি সেভ করে মায়ামিকে উদ্ধার করেন গোলকিপার অস্কার উস্তারি।

ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম গোল দেয় অরল্যান্ডো। দারুণ এক গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস মুরিয়েল। পঞ্চম মিনিটে সমতা ফেরায় মায়ামি। হাওয়ায় থাকা বলে বক্সের মাথা থেকে দর্শনীয় এক ভলিতে জালে জড়ান ইয়ানিক ব্রাইট। প্রথমার্ধে সমতায় শেষ হয় দুই দলের লড়াই।

দ্বিতীয়ার্ধে একক আধিপত্য দেখায় অরল্যান্ডো। ৫০তম মিনিটে বক্সের ভেতর দারুণ ক্ষিপ্রতায় গোল করেন মুরিয়েল। আট মিনিট পর দারুণ ফিনিশিংয়ে গোল করেন ম্যাচজুড়ে অসাধারণ খেলা ওহেদা। আর ৮৮তম মিনিটে ফিরতি বলে চমৎকার ফিনিশিংয়ে গোল করে পাসালিচ নিশ্চিত করেন অরল্যান্ডোর বড় জয়।

আজকের হারে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৪২ পয়েন্ট নিয়ে ছয়ে মায়ামি। ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে অরল্যান্ডো। যদিও মায়ামি ম্যাচ খেলেছে কেবল ২৩টি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন